রাজনীতি ডেস্কঃ জাতীয় সংসদের পাঁচটি শূন্য আসন নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১, পাবনা-৪, ঢাকা-৫ ও ঢাকা-১৮ এর উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মাঝে দলীয় ফরম বিক্রি শুরু হবে আগামীকাল সোমবার (১৭ আগস্ট) থেকে।
চলবে ২৩ আগস্ট পর্যন্ত, প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।
রোববার (১৬ আগস্ট) আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের যথাযথভাবে স্বাস্থ্য-সুরক্ষা বিধি-
মেনে ও কোনো লোকসমাগম না করে (এক/দুজন ব্যক্তির বেশি প্রবেশ না করা) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার অনুরোধ করা হয়েছে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
সংসদ সদস্য ইসরাফিল আলম, মোহাম্মদ নাসিম, শামসুর রহমান শরিফ ডিলু, হাবিবুর রহমান ও সাহারা খাতুনের মৃত্যুতে আসনগুলো শূন্য হয়।