ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাণীনগরে ভিজিডির ১০০ বস্তা চাল জব্দ

রাণীনগরে ভিজিডির ১০০ বস্তা চাল জব্দ

স্টাফ রিপোর্টার নওগাঁঃ নওগাঁর রাণীনগরে একশ বস্তা (৩০ কেজি ওজনের) ভিজিডির চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার একডালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন যাত্রাপুর গ্রামের ভ্যানচালক জয়েন উদ্দিনের বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়।ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়েছিল।

স্থানীয়রা জানান, ঈদের আগে অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা চালগুলো স্থানীয় চাল ব্যবসায়ী বাবু নামে এক ব্যক্তি কিনে নেন।পরে সেই চালগুলো ইউনিয়ন পরিষদ সংলগ্ন যাত্রাপুর গ্রামের ভ্যানচালক জয়েন উদ্দিনের বাড়িতে বস্তা পাল্টিয়ে রেখে দেয়।

প্রশাসন বিষয়টি জানার পর অভিযান চালিয়ে মোট তিন হাজার কেজি চাল এবং সরকারি ৯৮টি খালি বস্তা ও দুটি চাল ভর্তি বস্তা জব্দ করে। ঘটনার পর ব্যবসায়ী বাবু পলাতক রয়েছে।

বাড়ির মালিক জয়েন উদ্দিনের মা জোবেদা বিবি বলেন, চাল ব্যবসায়ী মুজিবরের ছেলে বাবু এ চাল কিনে জোরপূর্বক তার বাড়িতে মজুত করে বস্তা পরিবর্তন করেছিল।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, সংবাদ পেয়ে চালগুলো জব্দ করা হয়েছে। এখন চালগুলো ইউনিয়ন পরিষদে মজুত রাখা হয়েছে। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস

রাণীনগরে ভিজিডির ১০০ বস্তা চাল জব্দ

আপডেট সময় ০৬:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০

স্টাফ রিপোর্টার নওগাঁঃ নওগাঁর রাণীনগরে একশ বস্তা (৩০ কেজি ওজনের) ভিজিডির চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার একডালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন যাত্রাপুর গ্রামের ভ্যানচালক জয়েন উদ্দিনের বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়।ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়েছিল।

স্থানীয়রা জানান, ঈদের আগে অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা চালগুলো স্থানীয় চাল ব্যবসায়ী বাবু নামে এক ব্যক্তি কিনে নেন।পরে সেই চালগুলো ইউনিয়ন পরিষদ সংলগ্ন যাত্রাপুর গ্রামের ভ্যানচালক জয়েন উদ্দিনের বাড়িতে বস্তা পাল্টিয়ে রেখে দেয়।

প্রশাসন বিষয়টি জানার পর অভিযান চালিয়ে মোট তিন হাজার কেজি চাল এবং সরকারি ৯৮টি খালি বস্তা ও দুটি চাল ভর্তি বস্তা জব্দ করে। ঘটনার পর ব্যবসায়ী বাবু পলাতক রয়েছে।

বাড়ির মালিক জয়েন উদ্দিনের মা জোবেদা বিবি বলেন, চাল ব্যবসায়ী মুজিবরের ছেলে বাবু এ চাল কিনে জোরপূর্বক তার বাড়িতে মজুত করে বস্তা পরিবর্তন করেছিল।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, সংবাদ পেয়ে চালগুলো জব্দ করা হয়েছে। এখন চালগুলো ইউনিয়ন পরিষদে মজুত রাখা হয়েছে। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।