ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহার দিন ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে ঝরল দুই তরুণের প্রাণ। শনিবার (১ আগস্ট) বিকেলে জেলার সরাইল উপজেলার ভৈশ্বামোড়া এলাকাতে সড়ক দুর্ঘটনা ঘটে।
ঢাকা-সিলেট মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. শরীফ (৩০) ও ফাহিম খান (১৮) নামে দুই তরুণের মৃত্যু হয়েছে।
নিহত শরীফ নরসিংদীর বড়বাজার এলাকার আব্দুর রউফের ছেলে ও ফাহিম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুর গ্রামের ইব্রাহিম খানের ছেলে।
এ ঘটনায় কনক দাস (৩৫) ও ইমরান খান (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল চারটার দিকে ভৈশ্বামোড়া এলাকার ঢাকা-
সিলেট মহাসড়কে দুই দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি মোটরসাইকেলের চালক শরীফ মারা যান।
এ ঘটনায় গুরুতর আহত ফাহিম, ইমরান ও কনককে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।