সাতক্ষীরা,প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই পরিচ্ছন্নতাকর্মী ও গৃহকর্তা স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়নের পুইঝালা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- পুইঝালা গ্রামের পুইঝালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র সানা, একই গ্রামের পরিচ্ছন্নতাকর্মী তপন কুমার সানা ও মদন দাস।
আশাশুনি থানা পুলিশের ওসি মো. গোলাম কবির বলেন, সকালে শিক্ষক জগদীশ চন্দ্রের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান মদন ও তপন। প্রথমে একজন ভেতরে ঢোকেন। তার সাড়া-শব্দ না পেয়ে অন্যজন ঢোকেন।
এরপর কেউ বের হতে পারছিলেন না। এ অবস্থায় দুই পরিচ্ছন্নতাকর্মীকে উঠানোর জন্য জগদীশ চন্দ্র ভেতরে ঢোকেন। সেখানে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপুল সরকার বলেন, মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়েছে। মূলত সেপটিক ট্যাংকের ভেতরে গ্যাসে দম বন্ধ হয়ে মারা গেছেন তারা।