চট্টগ্রাম প্রতিনিধিঃ ফ্লাইওভারে ঘুড়ি উড়ানোর সুতা বেঁধে মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে ছিনতাইংয়ের সঙ্গে জড়িত দুই কিশোরসহ ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়। র্যাব জানিয়েছে, আকবরশাহ থানাধীন সাহেরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি ছুরি উদ্ধার করা হয়েছে।
আটক ছয়জনের মধ্যে চারজনের পরিচয় জানিয়েছে র্যাব। তারা হলো- মো. জাকির হোসেন (৩২), মো. সুমন (১৯), মো. দেলোয়ার হোসেন (১৯) ও মো. হাসান প্রকাশ আকাশ (১৯)। দুই কিশোরের পরিচয় জানায়নি র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ফ্লাইওভারে ঘুড়ি উড়ানোর সুতা বেঁধে মোটরসাইকেল-
আরোহীদের গতিরোধ করে ছিনতাইংয়ের সঙ্গে জড়িত দুই কিশোরসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি ছুরি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে ফ্লাইওভারে সুতা বেঁধে মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে অস্ত্রের মুখে ছিনতাই করে আসছিল। তাদের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।