ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় ফজলুর রহমান হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন Logo জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ আটকে দিলেন আদালত Logo বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে হাজারো মানুষের ঢল, নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনী Logo শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে দায় নিতে হবে: তথ্য উপদেষ্টা Logo নতুন দুই বিভাগ ও দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব সংস্কার কমিশনের Logo নওগাঁ সীমান্ত থেকে ১ যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ Logo গাজীপুরে পিকআপভ্যান খাদে পড়ে তিন জন নিহত Logo নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে গাজা দখলের ঘোষণা দিলেন ট্রাম্প Logo মাকে মারধর করছিল ছেলে, শাসন করতে গিয়ে মামা খুন Logo পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ. লীগ নেতা গ্রেফতার

ইমরানের হাত ধরে সিঁথি সরকারের প্রথম গান

ইমরানের সঙ্গে সিঁথি ও নাদিয়া

বিনোদন ডেস্কঃ খুদে শিল্পীদের গানের রিয়েলিটি শো ‘গানের রাজা’য় তৃতীয় স্থান অর্জন করে সিঁথি সরকার। প্রথমবারের মতো প্রকাশ পেতে যাচ্ছে তার মৌলিক গান। 

সংগীতশিল্পী ইমরান মাহমুদের হাত ধরে গানটি প্রকাশ হচ্ছে। ঈদ উপলক্ষে ‘জানি পাবো না’ শিরোনামের গানটি প্রকাশ করছে সিএমভি।

এর কথা লিখেছেন স্নোহাশীষ ঘোষ। সুর-সংগীতের পাশাপাশি সিঁথির সহশিল্পী হিসেবে কণ্ঠও দিয়েছেন ইমরান।

সিঁথিকে নিয়ে গান করা প্রসঙ্গে ইমরান জানান, তিনি ‘গানের রাজা’র বিচারক ছিলেন। তখন অডিশন রাউন্ডেই তিনি সিঁথিকে কথা দেন তার প্রথম গান নিজেই তৈরি করে দেবেন।

ইমরানের ভাষ্যে, সিঁথিকে বলেছিলাম, তোমাকে নিয়ে একটা দ্বৈত গান করবো। কারণ, ওর বয়স কম হলেও কণ্ঠটা খুবই পরিণত। যেটা অন্যদের ছিল না। সবমিলিয়ে ওর জন্য এই রোমান্টিক গানটি করা।

গানটির সঙ্গে গল্পনির্ভর একটি ভিডিও তৈরি করা হয়েছে। এতে নায়ক ইমরানের সঙ্গে নায়িকা হয়েছেন মডেল নাদিয়া মীম। এটির নির্দেশনা দিয়েছেন সৈকত রেজা।

সিএমভি সূত্র জানায়, ২৪ জুলাই ‘জানি পাবো না’র অডিও ও ভিডিও একযোগে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলসহ দেশের বেশিরভাগ অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

সিঁথি সরকার ছাড়াও এর আগে ‘গানের রাজা’র প্রথম ও দ্বিতীয় প্রতিযোগী লাবিবা ও শফিকুল ইসলামের জন্য গান করেছেন ইমরান। এবার এই গায়ক হাজির হচ্ছেন সিঁথি সরকারকে নিয়ে।

ট্যাগস

নওগাঁয় ফজলুর রহমান হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন

ইমরানের হাত ধরে সিঁথি সরকারের প্রথম গান

আপডেট সময় ০৫:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

বিনোদন ডেস্কঃ খুদে শিল্পীদের গানের রিয়েলিটি শো ‘গানের রাজা’য় তৃতীয় স্থান অর্জন করে সিঁথি সরকার। প্রথমবারের মতো প্রকাশ পেতে যাচ্ছে তার মৌলিক গান। 

সংগীতশিল্পী ইমরান মাহমুদের হাত ধরে গানটি প্রকাশ হচ্ছে। ঈদ উপলক্ষে ‘জানি পাবো না’ শিরোনামের গানটি প্রকাশ করছে সিএমভি।

এর কথা লিখেছেন স্নোহাশীষ ঘোষ। সুর-সংগীতের পাশাপাশি সিঁথির সহশিল্পী হিসেবে কণ্ঠও দিয়েছেন ইমরান।

সিঁথিকে নিয়ে গান করা প্রসঙ্গে ইমরান জানান, তিনি ‘গানের রাজা’র বিচারক ছিলেন। তখন অডিশন রাউন্ডেই তিনি সিঁথিকে কথা দেন তার প্রথম গান নিজেই তৈরি করে দেবেন।

ইমরানের ভাষ্যে, সিঁথিকে বলেছিলাম, তোমাকে নিয়ে একটা দ্বৈত গান করবো। কারণ, ওর বয়স কম হলেও কণ্ঠটা খুবই পরিণত। যেটা অন্যদের ছিল না। সবমিলিয়ে ওর জন্য এই রোমান্টিক গানটি করা।

গানটির সঙ্গে গল্পনির্ভর একটি ভিডিও তৈরি করা হয়েছে। এতে নায়ক ইমরানের সঙ্গে নায়িকা হয়েছেন মডেল নাদিয়া মীম। এটির নির্দেশনা দিয়েছেন সৈকত রেজা।

সিএমভি সূত্র জানায়, ২৪ জুলাই ‘জানি পাবো না’র অডিও ও ভিডিও একযোগে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলসহ দেশের বেশিরভাগ অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

সিঁথি সরকার ছাড়াও এর আগে ‘গানের রাজা’র প্রথম ও দ্বিতীয় প্রতিযোগী লাবিবা ও শফিকুল ইসলামের জন্য গান করেছেন ইমরান। এবার এই গায়ক হাজির হচ্ছেন সিঁথি সরকারকে নিয়ে।