চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নুড়িতলা রেলগেটের অদুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
আজ সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দর্শনা জিআরপি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নুড়িতলা রেলগেটম্যান সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে একটি মালবাহী ট্রেন রাজশাহী থেকে খুলনার দিকে যাচ্ছিল এসময় জেলার আন্দুলবাড়িয়ার নুড়িতলা রেল গেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, অজ্ঞাত ওই যুবকের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে দর্শনা জিআরপি পুলিশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।