ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইদের সাত দিন আগে বোনাস পাবেন বেসরকারি শিক্ষকরা

ফাইল ছবি

শিক্ষা ডেস্কঃ  ইদ-উল-আজহার সাত দিন আগে দেশের এমপিওভুক্ত সকল বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ইদ বোনাস দিতে চায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সেই লক্ষ্যমাত্রা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হলে দ্রুত সময়ের মধ্যে বোনাসের অর্থ ব্যাংকে পাঠানো হবে।

সোমবার (১৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী এ কথা নিশ্চিত করেছেন।

শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘শিক্ষকদের ইদ কেনাকাটার স্বার্থে করোনা পরিস্থিতিতেও ইদের কমপক্ষে সাত দিন আগে তাদের বোনাস পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

ইতোমধ্যে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই বোনাস ছাড়া হবে।’ তিনি বলেন, ‘নির্ধারিত সময়ে শিক্ষক-কর্মচারীদের বোনাসের অর্থ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছি।

ইতোমধ্যে মাউশির ইএমআইএস সেল কাজ শুরু করেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে এসে সেদিনেই চেক ব্যাংকে পাঠানো হবে।’

এদিকে শিক্ষকদের জুনের বেতন ছাড়া হয়েছে আজকে। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (বসরং.মড়া.নফ) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

সোমবার এমপিওভুুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংকের-

(সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) শাখায় পাঠানো হয়েছে। শিক্ষকরা ২০ জুলাই পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

 

ট্যাগস

ইদের সাত দিন আগে বোনাস পাবেন বেসরকারি শিক্ষকরা

আপডেট সময় ০৭:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০

শিক্ষা ডেস্কঃ  ইদ-উল-আজহার সাত দিন আগে দেশের এমপিওভুক্ত সকল বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ইদ বোনাস দিতে চায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সেই লক্ষ্যমাত্রা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হলে দ্রুত সময়ের মধ্যে বোনাসের অর্থ ব্যাংকে পাঠানো হবে।

সোমবার (১৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী এ কথা নিশ্চিত করেছেন।

শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘শিক্ষকদের ইদ কেনাকাটার স্বার্থে করোনা পরিস্থিতিতেও ইদের কমপক্ষে সাত দিন আগে তাদের বোনাস পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

ইতোমধ্যে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই বোনাস ছাড়া হবে।’ তিনি বলেন, ‘নির্ধারিত সময়ে শিক্ষক-কর্মচারীদের বোনাসের অর্থ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছি।

ইতোমধ্যে মাউশির ইএমআইএস সেল কাজ শুরু করেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে এসে সেদিনেই চেক ব্যাংকে পাঠানো হবে।’

এদিকে শিক্ষকদের জুনের বেতন ছাড়া হয়েছে আজকে। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (বসরং.মড়া.নফ) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

সোমবার এমপিওভুুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংকের-

(সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) শাখায় পাঠানো হয়েছে। শিক্ষকরা ২০ জুলাই পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।