কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার শ্রমিকের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার দুপুর ১টায় পদ্মা নদীতে ঘটনাস্থলের দেড় কি:মি: ভাটিতে ভেসে উঠলে পাবনা ফায়ার সার্ভিসের সদস্যরা ওই লাশ উদ্ধার করে।
উদ্ধার লাশ জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউননিয়নের জামালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলামের।
পাবনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শরিফুল ইসলাম-
নামে একজনের লাশ উদ্ধার হয়েছে। এ নৌকাডুবিতে নিখোঁজ বাকি তিনজনের লাশ উদ্ধারে ডুবুরি দলসহ ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
নিখোঁজ বাকি তিনজন হলেন- একই গ্রামের হারান শেখের ছেলে জুয়েল, নজুর ছেলে জাকির ও রঞ্জিতের ছেলে জুবা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে পদ্মা নদীর চর সাদিপুর এলাকায় নৌকাডুবিতে নৌকায় থাকা ১৩ জনের মধ্যে নয়জন শ্রমিক সাঁতরে এবং স্থানীয়দের সাহায্যে উদ্ধার হলেও সাঁতার না জানায় চারজন পানিতে ডুবে নিখোঁজ হয়।