চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের বিকাশের এক এজেন্টের ৬১ লাখ টাকা নিয়ে উধাও হাওয়ার ৭ ঘণ্টার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উক্ত টাকা উদ্ধার করে।
রোববার সন্ধ্যায় পুরানবাজার হরিসভা রোড এলাকার একটি অটোরিকশা গ্যারেজ থেকে চাঁদপুর মডেল থানার পুলিশ উক্ত টাকা উদ্ধার করে।
এ দিন বেলা সাড়ে এগারোটায় চাঁদপুর শহরের পৌরসভা ভবনের পশ্চিম পাশের ইউসিবিএল ব্যাংক থেকে বিকাশ এজেন্ট কর্মকর্তা মাসুদ ৬১ লাখ টাকা উত্তোলন করে অটোরিকশা নিয়ে শহরের জোড়পুকুরপাড় গিয়ে মনের ভুলে টাকার ব্যাগ রেখে অটোরিকশা থেকে নেমে যান।
তাৎক্ষণিক বিষয়টি চাঁদপুরের পুলিশ প্রশাসনকে অবহিত করলে পুলিশ টাকা উদ্ধারে নেমে পড়ে। অটোরিকশাচালক সজীব (৩০) টাকার ব্যাগসহ ওই স্থান ত্যাগ করেন।
পরে সে শহরের পুরানবাজার হরিসভা রোডের অটোরিকশা গ্যারেজে তার গাড়িটিতে টাকার ব্যাগটি রেখে গ্যারেজ তালাবদ্ধ করে রাখে।
এ টাকার বিষয়টি সজীব তার প্রতিবেশী চাঁদপুর জেলা আ’লীগের অফিস সহকারী বাদলকে জানান।
তাদের দু’জনের বাড়ি মধ্যশ্রীরামদী এলাকায়। বাদল তাৎক্ষণিক চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিনকে ফোনে টাকার বিষয়টি জানান।
পরে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্যারেজ থেকে পুরো টাকা উদ্ধার করে। প্রকৃত মালিককে টাকা বুঝিয়ে দেয়া হয় বলে চাঁদপুর মডেল থানা পুলিশ জানিয়েছে।