ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় যুবককে প্রকাশ্য ছুরিকাঘাত গুরুত্বর অবস্থায় হাসপাতালে ভর্তি Logo সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিনে মুক্ত পেয়ে ফিরলেন বাড়িতে Logo দুর্গাপূজার গেট ভাঙার সময় হিন্দু যুবক আটক Logo গণতন্ত্রের ধারা চলমান রাখতে সুষ্ঠ নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান Logo ৭দিনে ৭ হাজার নেতাকর্মী গ্রেপ্তারের অভিযোগ – আ.লীগের Logo মিয়ানমার থেকে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলি, নিহত ১ আহত ৩ Logo রাজনীতিতে জড়ানোর বিষয়টি জানালেন: সাকিব আল হাসান Logo ইউনিয়ন পরিষদ পরিচালনায় দুই ধরনের প্রস্ততি নিয়েছে সরকার Logo বিনিয়োগ বাড়ানোর জন্য স্পেনের প্রতি আহ্বান জানিয়েছেন: ড. মুহাম্মদ ইউনূস Logo টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন

করোনার মাঝে ১৬ শতাংশ শিক্ষার্থী উদ্বেগ ও আতঙ্কে ভুগছে

করোনার মাঝে ১৬ শতাংশ শিক্ষার্থী উদ্বেগ ও আতঙ্কে ভুগছে

শিক্ষা ডেস্কঃ  সময়ের সঙ্গে মহামারিতে রূপ নেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে দেশের ১৬ শতাংশ শিক্ষার্থী উদ্বেগ ও আতঙ্কে ভুগছে।

একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় অনেকের মধ্যে লেখাপড়ার প্রতি নেতিবাচক মনোভাব গড়ে ওঠার প্রবণতাও দেখা গেছে।

এমনকি টেলিভিশন, ইন্টারনেট বা বিদ্যুৎ সংযোগ না থাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ভাষাগত সমস্যা ইত্যাদি বিবিধ কারণে অনেক শিক্ষার্থী কর্মকালীন প্রশিক্ষণেও অংশ নিতে পারছে না।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ওপর করোনার প্রভাব বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

করোনা ভাইরাস মোকাবিলার অংশ হিসেবে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে ব্র্যাক দেশের আটটি বিভাগের ১৬ জেলায় মে মাসের ৪ থেকে ৭ মে এই জরিপটি পরিচালনা করে।

এতে প্রাথমিক ও মাধ্যমিক পড়ুয়া ১ হাজার ৯৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। জরিপে সংশ্লিষ্ট অংশীদারদের মধ্য থেকে প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত সাক্ষাৎকার নেওয়া হয়। শনিবার (২০ জুন) বিকালে এক ডিজিটাল সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। আলোচক হিসেবে যোগ দেন একই মন্ত্রণালয়ের সচিব (বিদ্যালয়) আলমগীর মোহাম্মদ মনজুরুল আলম ও অতিরিক্ত সচিব (উন্নয়ন)-

রতন চন্দ্র পন্ডিত, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ফছিউল্লাহ, এ-টু-আই প্রকল্পের উপদেষ্টা অনির চৌধুরী।

এছাড়া তুরস্কের শিক্ষা বিভাগের প্রধান সুন লি, অনুচ্ছেদ বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান নূর শিরিন মোহাম্মদ মুক্তার, যুক্তরাজ্য সরকারের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিএফআইডির মানব উন্নয়ন বিষয়ক-

টিম লিডার ফাহমিদা শবনম, যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সহায়তা বিভাগীয় সাইটের আলী মো. শহীদুজ্জামান এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক শাফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক এম মোরশেদ। জরিপ প্রতিবেদনে বলা হয়, ‘এ সময়টাতে সবচেয়ে বেশি ২৯ শতাংশ প্রতিবন্ধী শিক্ষার্থীরা উদ্বেগ ও আতঙ্কে ভুগছে।

মাধ্যমিক পড়ুয়ার শিক্ষার্থী পল্লী অঞ্চলের বাসিন্দা মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ১৭ শতাংশ ছাত্র-ছাত্রী উদ্বেগ ও আতঙ্ক দেখা গেছে।

পড়াশোনা বা খেলাধুলা কোনোটাই করে না বাইরের কাউকে দেখলে আতঙ্ক বোধ করে এবং একা থাকতে ভয় পায় ইত্যাদি।

করোনা ভাইরাসকালীন ১৩ শতাংশ শিক্ষার্থী লেখাপড়ার প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হওয়ার কথা জানিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লেখাপড়ার ব্যাপারে নির্দেশনা পাওয়ার একটি কারণ বলে প্রতীয়মান হয়।

৪৪ শতাংশ শিক্ষার্থী বিশেষ করে মাদরাসা ও গ্রামাঞ্চলের ছাত্র-ছাত্রীরাই সমস্যার কথা জানিয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে ২২ শতাংশ ঘরে খাদ্যাভাবকে দায়ী করেছে-যা মাদরাসা ও শহর অঞ্চলে বসবাসকারী শিক্ষার্থীদের মধ্যে বেশি।

জরিপে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯০ শতাংশ উত্তরদাতা করোনাকালীন পরিচ্ছন্ন বিধি (সাবান দিয়ে হাত ধোয়া কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা) মেনে চললে ও ১০ শতাংশ মেনে চলছে না।

দেশের ৩ কোটি ১০ লাখ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় এই উপাত্ত যথেষ্ট উদ্যোগ বলে জরিপ প্রতিবেদনে উল্লেখ করা হয়। ১৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছে, তারা সাধারণ ছুটি চলাকালে বাড়ির বাইরে চলাফেরা করেছে।

জরিপের তথ্য অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন নিপীড়নের শিকার হয়েছে ৩ শতাংশ শিক্ষার্থী। বেশিরভাগ ক্ষেত্রে ৮২ শতাংশ ক্ষেত্রে এসব নিপীড়নের ধরণ মানসিক।

তবে শারীরিক ও যৌন নিপীড়ন ঘরে বন্ধ করে রাখা বা জোর করে কাজ করানো মতো ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে জরিপে অংশগ্রহণকারীরা।

শিক্ষার্থীদের অধিকাংশ ৫৪ শতাংশ বাড়তি ক্লাস করে ক্ষতি পুষিয়ে নেওয়ার পক্ষে মতামত দিয়েছে। তবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তা জানা থাকলেও ৪৯ শতাংশ এখনই স্বল্প সময়ের মধ্যে স্কুল খুলে দেওয়ার পক্ষে।

 

ট্যাগস

নওগাঁয় যুবককে প্রকাশ্য ছুরিকাঘাত গুরুত্বর অবস্থায় হাসপাতালে ভর্তি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

করোনার মাঝে ১৬ শতাংশ শিক্ষার্থী উদ্বেগ ও আতঙ্কে ভুগছে

আপডেট সময় ০৭:৩৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০

শিক্ষা ডেস্কঃ  সময়ের সঙ্গে মহামারিতে রূপ নেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে দেশের ১৬ শতাংশ শিক্ষার্থী উদ্বেগ ও আতঙ্কে ভুগছে।

একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় অনেকের মধ্যে লেখাপড়ার প্রতি নেতিবাচক মনোভাব গড়ে ওঠার প্রবণতাও দেখা গেছে।

এমনকি টেলিভিশন, ইন্টারনেট বা বিদ্যুৎ সংযোগ না থাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ভাষাগত সমস্যা ইত্যাদি বিবিধ কারণে অনেক শিক্ষার্থী কর্মকালীন প্রশিক্ষণেও অংশ নিতে পারছে না।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ওপর করোনার প্রভাব বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

করোনা ভাইরাস মোকাবিলার অংশ হিসেবে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে ব্র্যাক দেশের আটটি বিভাগের ১৬ জেলায় মে মাসের ৪ থেকে ৭ মে এই জরিপটি পরিচালনা করে।

এতে প্রাথমিক ও মাধ্যমিক পড়ুয়া ১ হাজার ৯৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। জরিপে সংশ্লিষ্ট অংশীদারদের মধ্য থেকে প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত সাক্ষাৎকার নেওয়া হয়। শনিবার (২০ জুন) বিকালে এক ডিজিটাল সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। আলোচক হিসেবে যোগ দেন একই মন্ত্রণালয়ের সচিব (বিদ্যালয়) আলমগীর মোহাম্মদ মনজুরুল আলম ও অতিরিক্ত সচিব (উন্নয়ন)-

রতন চন্দ্র পন্ডিত, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ফছিউল্লাহ, এ-টু-আই প্রকল্পের উপদেষ্টা অনির চৌধুরী।

এছাড়া তুরস্কের শিক্ষা বিভাগের প্রধান সুন লি, অনুচ্ছেদ বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান নূর শিরিন মোহাম্মদ মুক্তার, যুক্তরাজ্য সরকারের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিএফআইডির মানব উন্নয়ন বিষয়ক-

টিম লিডার ফাহমিদা শবনম, যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সহায়তা বিভাগীয় সাইটের আলী মো. শহীদুজ্জামান এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক শাফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক এম মোরশেদ। জরিপ প্রতিবেদনে বলা হয়, ‘এ সময়টাতে সবচেয়ে বেশি ২৯ শতাংশ প্রতিবন্ধী শিক্ষার্থীরা উদ্বেগ ও আতঙ্কে ভুগছে।

মাধ্যমিক পড়ুয়ার শিক্ষার্থী পল্লী অঞ্চলের বাসিন্দা মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ১৭ শতাংশ ছাত্র-ছাত্রী উদ্বেগ ও আতঙ্ক দেখা গেছে।

পড়াশোনা বা খেলাধুলা কোনোটাই করে না বাইরের কাউকে দেখলে আতঙ্ক বোধ করে এবং একা থাকতে ভয় পায় ইত্যাদি।

করোনা ভাইরাসকালীন ১৩ শতাংশ শিক্ষার্থী লেখাপড়ার প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হওয়ার কথা জানিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লেখাপড়ার ব্যাপারে নির্দেশনা পাওয়ার একটি কারণ বলে প্রতীয়মান হয়।

৪৪ শতাংশ শিক্ষার্থী বিশেষ করে মাদরাসা ও গ্রামাঞ্চলের ছাত্র-ছাত্রীরাই সমস্যার কথা জানিয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে ২২ শতাংশ ঘরে খাদ্যাভাবকে দায়ী করেছে-যা মাদরাসা ও শহর অঞ্চলে বসবাসকারী শিক্ষার্থীদের মধ্যে বেশি।

জরিপে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯০ শতাংশ উত্তরদাতা করোনাকালীন পরিচ্ছন্ন বিধি (সাবান দিয়ে হাত ধোয়া কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা) মেনে চললে ও ১০ শতাংশ মেনে চলছে না।

দেশের ৩ কোটি ১০ লাখ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় এই উপাত্ত যথেষ্ট উদ্যোগ বলে জরিপ প্রতিবেদনে উল্লেখ করা হয়। ১৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছে, তারা সাধারণ ছুটি চলাকালে বাড়ির বাইরে চলাফেরা করেছে।

জরিপের তথ্য অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন নিপীড়নের শিকার হয়েছে ৩ শতাংশ শিক্ষার্থী। বেশিরভাগ ক্ষেত্রে ৮২ শতাংশ ক্ষেত্রে এসব নিপীড়নের ধরণ মানসিক।

তবে শারীরিক ও যৌন নিপীড়ন ঘরে বন্ধ করে রাখা বা জোর করে কাজ করানো মতো ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে জরিপে অংশগ্রহণকারীরা।

শিক্ষার্থীদের অধিকাংশ ৫৪ শতাংশ বাড়তি ক্লাস করে ক্ষতি পুষিয়ে নেওয়ার পক্ষে মতামত দিয়েছে। তবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তা জানা থাকলেও ৪৯ শতাংশ এখনই স্বল্প সময়ের মধ্যে স্কুল খুলে দেওয়ার পক্ষে।