ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মেসি ভক্তের বিরুদ্ধে ‘কঠোর’ ব্যবস্থা

মাঠে মেসির ভক্ত

ক্রীড়া ডেস্কঃ  পাল্টে গেছে ফুটবল। মাঠে নেই দর্শক। স্বাস্থ্যবিধি মেনে নামতে হচ্ছে খেলতে। তার আগে প্রাণঘাতী করোনাভাইরাস আছে নাকি সেটির পরীক্ষা করতে হচ্ছে খেলোয়াড়, কর্মকর্তা, রেফারি, মাঠকর্মী থেকে সাংবাদিক পর্যন্ত সবাইকে।

এমন পরিস্থিতিতে গেল শনিবার লা লিগার ম্যাচে বুট পায়ে খেলতে নামেন লিওনেল মেসি। প্রতিপক্ষ ছিল রিয়াল মায়োর্কা।

ম্যাচ চলাকালীন আচমকা মাঠে প্রবেশ করে এক তরুণ। যার লক্ষ্য ছিল প্রিয় তারকার সঙ্গে ছবি তোলা। যদিও শেষ পর্যন্ত তা করতে সক্ষম হননি। উল্টো কঠিন শাস্তির মুখোমুখি হতে হচ্ছে তাকে।

তিন মাস পর মাঠে নেমেও দুর্দান্ত ছিলেন মেসি। ৫৪তম মিনিটে খেলা থামাতে হয় রেফারিকে। মেসির নাম লেখা আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে ওই তরুণ মাঠে প্রবেশ করেন।

মুখে ছিল না কোনও মাস্ক। হাতে থাকা ফোন দিয়ে সেলফি তুলছিলেন জর্দি আলবার সঙ্গে। মেসির দিকে এগিয়ে যেতেই নিরাপত্তাকর্মীরা তাকে পাকরাও করেন।

খেলা শুরু হয়। শেষ পর্যন্ত ০-৪ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। দুটি গোল করিয়ে একটি গোল করেন ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী মেসি।

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে লা লিগা কর্তৃপক্ষ এই ঘটনাকে অপরাধমূলক কার্যক্রম উল্লেখ করে জানিয়েছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্প্যানিশ লিগ গভর্নিং বডি জানাচ্ছে, এমন কিছু করা হলে যা নিয়ে স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে তা কোনওভাবেই মেনে নেয়া যায় না।

মেসি ভক্ত ফ্রেঞ্চ নাগরিক হলেও মায়োর্কা শহরের বাসিন্দা। তিনি বলেছেন, ‘দুই মিটার বেষ্টনী টপকিয়ে মাঠে প্রবেশ করেছিলাম।

আমার স্বপ্ন ছিল মেসির সঙ্গে একটা ছবি তোলার। সেটা সত্যি হওয়ার খুব কাছেই ছিলাম আমি। যদিও পুলিশ তা হতে দেয়নি।’

এদিকে তিন দিনের মাথায় আবারও মাঠে নামছে বার্সেলোনা। এবারের প্রতিপক্ষ লেগানেস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। লা লিগার ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি।

 

ট্যাগস

মেসি ভক্তের বিরুদ্ধে ‘কঠোর’ ব্যবস্থা

আপডেট সময় ০৬:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০

ক্রীড়া ডেস্কঃ  পাল্টে গেছে ফুটবল। মাঠে নেই দর্শক। স্বাস্থ্যবিধি মেনে নামতে হচ্ছে খেলতে। তার আগে প্রাণঘাতী করোনাভাইরাস আছে নাকি সেটির পরীক্ষা করতে হচ্ছে খেলোয়াড়, কর্মকর্তা, রেফারি, মাঠকর্মী থেকে সাংবাদিক পর্যন্ত সবাইকে।

এমন পরিস্থিতিতে গেল শনিবার লা লিগার ম্যাচে বুট পায়ে খেলতে নামেন লিওনেল মেসি। প্রতিপক্ষ ছিল রিয়াল মায়োর্কা।

ম্যাচ চলাকালীন আচমকা মাঠে প্রবেশ করে এক তরুণ। যার লক্ষ্য ছিল প্রিয় তারকার সঙ্গে ছবি তোলা। যদিও শেষ পর্যন্ত তা করতে সক্ষম হননি। উল্টো কঠিন শাস্তির মুখোমুখি হতে হচ্ছে তাকে।

তিন মাস পর মাঠে নেমেও দুর্দান্ত ছিলেন মেসি। ৫৪তম মিনিটে খেলা থামাতে হয় রেফারিকে। মেসির নাম লেখা আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে ওই তরুণ মাঠে প্রবেশ করেন।

মুখে ছিল না কোনও মাস্ক। হাতে থাকা ফোন দিয়ে সেলফি তুলছিলেন জর্দি আলবার সঙ্গে। মেসির দিকে এগিয়ে যেতেই নিরাপত্তাকর্মীরা তাকে পাকরাও করেন।

খেলা শুরু হয়। শেষ পর্যন্ত ০-৪ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। দুটি গোল করিয়ে একটি গোল করেন ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী মেসি।

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে লা লিগা কর্তৃপক্ষ এই ঘটনাকে অপরাধমূলক কার্যক্রম উল্লেখ করে জানিয়েছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্প্যানিশ লিগ গভর্নিং বডি জানাচ্ছে, এমন কিছু করা হলে যা নিয়ে স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে তা কোনওভাবেই মেনে নেয়া যায় না।

মেসি ভক্ত ফ্রেঞ্চ নাগরিক হলেও মায়োর্কা শহরের বাসিন্দা। তিনি বলেছেন, ‘দুই মিটার বেষ্টনী টপকিয়ে মাঠে প্রবেশ করেছিলাম।

আমার স্বপ্ন ছিল মেসির সঙ্গে একটা ছবি তোলার। সেটা সত্যি হওয়ার খুব কাছেই ছিলাম আমি। যদিও পুলিশ তা হতে দেয়নি।’

এদিকে তিন দিনের মাথায় আবারও মাঠে নামছে বার্সেলোনা। এবারের প্রতিপক্ষ লেগানেস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। লা লিগার ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি।