স্টাফ রিপোর্টার, নওগাঁঃ নওগাঁর আত্রাই উপজেলায় গত তিনদিন ধরে একটি হনুমান দল থেকে ছুটে লোকালয়ে চলে এসেছে। হনুমানটিকে দেখতে শিশু নারীসহ শত শত উৎসুক জনতা ভিড় করছে।
মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার ভবানীপুর বাজারে হনুমানটি দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, হনুমানটি গত শনিবার (২৯ মে) দিনগত রাতের আত্রাই উপজেলায় চলে আসে। পরেরদিন সকালে স্থানীয় লোকজন হনুমানটিকে উপজেলার মালিপুকুর এলাকায় দেখতে পায়।
মঙ্গলবার সকালে উপজেলার ভবানীপুর বাজারের করইগাছের একটি ডালে হনুমানটিকে দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায়।
পরে স্থানীয়রা হনুমানটিকে খাবার দিলে গাছ থেকে নিচে নেমে আসে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুবাইত রেজা বলেন, ঘটনাটি জানার পর স্থানীয় বনবিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। একইসঙ্গে হনুমানটি আটক করে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তাস্তর করার চেষ্টা চলছে।