শিক্ষা ডেস্কঃ রাঙ্গামাটিতে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে রাঙ্গামাটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সকল পরীক্ষার্থী ‘আত্ম-কর্মসংস্থান’ নামক বিষয়ে ফেল করেছে বলে জানা গেছে। রবি বার প্রকাশিত ফলাফনে এটি জানা যায়।
জানা গেছে, এই প্রতিষ্ঠান থেকে এ বছর ৮০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের সবার ‘আত্ম-কর্মসংস্থান’ নামক একটি বিষয়ে ‘এফ’ গ্রেড (ফেল) ফলাফল এসেছে।
এসএসসি পরীক্ষার্থী অর্পিতা বিশ্বাস বলেন, আমার সব পরীক্ষা ভালো হয়েছে। খারাপ ফলাফল আসার প্রশ্নই আসে না। এ বিষয়টিতে খারাপ করার কথাতো মোটেও না।
মো. সজিব বলেন, আমার রসায়ন, পদার্থবিজ্ঞান বিষয়গুলোতে ভালো নম্বর এসেছে। কিন্তু এত সহজ একটি সাবজেক্ট যেটাতে শতভাগ ভালো ফল আসার কথা সেটাতে খারাপ কিভাবে হয়। এখানে বোর্ড কিংবা স্কুলের কোনো সমস্যা হয়ে থাকতে পারে।
আরেক এসএসসি পরীক্ষার্থী মো. রাজু বলেন, এ বিষয়ের মতো ভালো পরীক্ষা অন্য কোনোটিতে হয়নি। এ বিষয়টিতে খারাপ করার কথা না। কিন্তু কেন খারাপ হলো সেটাই বুঝতে পারছি না।
রাঙ্গামাটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট মো. শফিউল আলম বলেন, সারাদেশে হাজারো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের একটি মাত্র বোর্ড, আমরা বুঝতে পারছি না ঝামেলাটা কোথায় হয়েছে।
তবে আমরা যথাযথ নম্বর ও খাতা পাঠিয়েছি। এ সাবজেক্টে খারাপ করার কথা না। কিন্তু কী সমস্যার কারণে এমন হলো তা দেখতে হবে।
তিনি বলেন, আমি বোর্ডের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমরা প্রতিষ্ঠান থেকে একটি দরখাস্ত পাঠাব বোর্ডে।
একইসঙ্গে পুনর্বিবেচনার জন্য প্রতিটি শিক্ষার্থীকে একটি এসএমএস পাঠাতে হবে বোর্ডে। আশা করি সাপ্তাহখানেকের মধ্যে আমরা ভালো কোনো ফলাফল পাব।