ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

করোনার সময়ে প্রিয়জনকে হারালেন তাপসী

অভিনেত্রী তাপসী পান্নু

বিনোদন ডেস্কঃ   করোনা পরিস্থিতির মধ্যেই নিজের প্রিয়জনকে হারালেন অভিনেত্রী তাপসী পান্নু। তার আদরের ‘বিজি’ অর্থাৎ ঠাকুরমা মারা গেছেন শনিবার।নিজের ইনস্টাগ্রামে সেই খবর শেয়ার করেন এই অ‌ভি‌নেত্রী।

তাপসী লেখেন, ওই প্রজন্মের শেষ মানুষ ছিলে তুমি। তোমার মৃত়্যুতে যে ফাঁকা জায়গা তৈরি হল তা কোনওদিন পূরণ হবার নয়। বিজি, ভালবাসি তোমাকে।

তাপসী পাঞ্জাবি হওয়ায় তাদের রীতি অনুযায়ী ঠাকুরমার পারলৌকিক কাজকর্ম সম্পন্ন হয়। সেই ছবিও শেয়ার করেছেন এ অভিনেত্রী। তবে তার ঠাকুরমা কীভাবে মারা গেলেন, আর কবেই সে ব্যাপারে এখনও বিস্তারিত জানাননি অভিনেত্রী।

তবে শোনা যাচ্ছে, বার্ধক্যজনিত অসুখেই মারা গিয়েছেন তাপসীর ঠাকুমা। তাপসীর সঙ্গে ঠাকুমার সম্পর্ক ছিল বেশ মধুর।

বিভিন্ন সাক্ষাৎকারে বারেবারেই তাঁর প্রসঙ্গ এনেছেন তাপসী, শেয়ার করেছেন ছোটবেলার স্মৃতি। তার প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেত্রী।

যেহেতু তাপসী এই মুহূর্তে বোনের সঙ্গে মুম্বইয়ে রয়েছেন তাই বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ‘বিজি’-র সঙ্গে শেষবারের মতো দেখা হয়নি অভিনেত্রীর। কারণ, তার পরিবার বর্তমানে পাঞ্জাবে রয়েছেন।

ট্যাগস

করোনার সময়ে প্রিয়জনকে হারালেন তাপসী

আপডেট সময় ০৬:৩৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০

বিনোদন ডেস্কঃ   করোনা পরিস্থিতির মধ্যেই নিজের প্রিয়জনকে হারালেন অভিনেত্রী তাপসী পান্নু। তার আদরের ‘বিজি’ অর্থাৎ ঠাকুরমা মারা গেছেন শনিবার।নিজের ইনস্টাগ্রামে সেই খবর শেয়ার করেন এই অ‌ভি‌নেত্রী।

তাপসী লেখেন, ওই প্রজন্মের শেষ মানুষ ছিলে তুমি। তোমার মৃত়্যুতে যে ফাঁকা জায়গা তৈরি হল তা কোনওদিন পূরণ হবার নয়। বিজি, ভালবাসি তোমাকে।

তাপসী পাঞ্জাবি হওয়ায় তাদের রীতি অনুযায়ী ঠাকুরমার পারলৌকিক কাজকর্ম সম্পন্ন হয়। সেই ছবিও শেয়ার করেছেন এ অভিনেত্রী। তবে তার ঠাকুরমা কীভাবে মারা গেলেন, আর কবেই সে ব্যাপারে এখনও বিস্তারিত জানাননি অভিনেত্রী।

তবে শোনা যাচ্ছে, বার্ধক্যজনিত অসুখেই মারা গিয়েছেন তাপসীর ঠাকুমা। তাপসীর সঙ্গে ঠাকুমার সম্পর্ক ছিল বেশ মধুর।

বিভিন্ন সাক্ষাৎকারে বারেবারেই তাঁর প্রসঙ্গ এনেছেন তাপসী, শেয়ার করেছেন ছোটবেলার স্মৃতি। তার প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেত্রী।

যেহেতু তাপসী এই মুহূর্তে বোনের সঙ্গে মুম্বইয়ে রয়েছেন তাই বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ‘বিজি’-র সঙ্গে শেষবারের মতো দেখা হয়নি অভিনেত্রীর। কারণ, তার পরিবার বর্তমানে পাঞ্জাবে রয়েছেন।