কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নাসির উদ্দিন (১১) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ৩দিন পর চিলমারী নৌ বন্দর এলাকায় শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুটি উপজেলার রাজারভিটা এলাকার আয়নাল হকের পুত্র।
নিহতের পিতা আয়নাল হক জানান, শুক্রবার (২৯ মে) সকালে ব্রহ্মপূত্র নদে গোসল করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে।
এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত তার খোঁজ না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
এ ব্যাপারে চিলমারী ফায়ার স্টেশনের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, আমরা সম্ভাব্য সকল স্থানে অভিযান চালাই। কিন্তু নির্দিষ্ট করে কেউ তথ্য দিতে না পারায় বিকেল পর্যন্ত খুঁজেও শিশুটিকে উদ্ধার সম্ভব হয়নি।
পরে রবিবার (৩১ মে) সকাল ১১টার দিকে চিলমারী নৌবন্দর ও জোরগাছ এলাকার কাছাকাছি শিশু নাসিরের লাশ ভেসে ওঠে। পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।