ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত বেলজিয়ামের রাজপুত্র

বেলজিয়ামের প্রিন্স জোয়াকিম

আন্তর্জাতিক ডেস্কঃ  পার্টিতে যোগ দেওয়ার পর প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেলজিয়ামের প্রিন্স জোয়াকিম। বিষয়টি নিশ্চিত করেছে বেলজিয়ামের রয়্যাল প্যালেসের মুখপাত্র।

গত ২৬ মে স্পেনের একটি পার্টিতে যোগ দেওয়ার পরেই তার করোনা পজিটিভ আসে। তিনি বেলজিয়ামের রাজা ফিলিপের ভাতিজা।

জানা গেছে, ২৬ মে জোয়াকিম স্পেনে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর শনিবার (৩০ মে) তার মধ্যে করোনার লক্ষণ দেখা দেয়। এরপর পরীক্ষা করা হলে পজিটিভ আসে।

লকডাউনের মধ্যেও স্পেনে একটি ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিতে যান জোয়াকিম। সেখানে যাওয়ার দুই দিন পর কর্ডোবার সাউদার্ন শহরে একটি পার্টিতে অংশ নেন।

ওই পার্টিতে আরও ২৭ জন অংশ নিয়েছিল। মূলত সেখান থেকেই তিনি সংক্রমিত হন। লকডাউনের মধ্যে কর্ডোবায় ২৭ সদস্যের পার্টি নিষিদ্ধ ছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে পার্টি আয়োজন করা হয়।

এরই মধ্যে  স্পেনের পুলিশ ওই পার্টিতে কারা অংশ নিয়েছিল তাদের খুঁজে বের করা শুরু করেছে। তাদের প্রত্যেককে ১০ হাজার ইউরো জরিমানা করা হবে। পাশাপাশি তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হবে।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, প্রিন্স জোয়াকিম স্পেনের সুন্দরী ভিক্টোরিয়া ওর্টিজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সে কারণে বেশিরভাগ সময় তিনি স্পেনেই অবস্থান করেন।

 

ট্যাগস

করোনায় আক্রান্ত বেলজিয়ামের রাজপুত্র

আপডেট সময় ১১:৪৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ  পার্টিতে যোগ দেওয়ার পর প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেলজিয়ামের প্রিন্স জোয়াকিম। বিষয়টি নিশ্চিত করেছে বেলজিয়ামের রয়্যাল প্যালেসের মুখপাত্র।

গত ২৬ মে স্পেনের একটি পার্টিতে যোগ দেওয়ার পরেই তার করোনা পজিটিভ আসে। তিনি বেলজিয়ামের রাজা ফিলিপের ভাতিজা।

জানা গেছে, ২৬ মে জোয়াকিম স্পেনে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর শনিবার (৩০ মে) তার মধ্যে করোনার লক্ষণ দেখা দেয়। এরপর পরীক্ষা করা হলে পজিটিভ আসে।

লকডাউনের মধ্যেও স্পেনে একটি ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিতে যান জোয়াকিম। সেখানে যাওয়ার দুই দিন পর কর্ডোবার সাউদার্ন শহরে একটি পার্টিতে অংশ নেন।

ওই পার্টিতে আরও ২৭ জন অংশ নিয়েছিল। মূলত সেখান থেকেই তিনি সংক্রমিত হন। লকডাউনের মধ্যে কর্ডোবায় ২৭ সদস্যের পার্টি নিষিদ্ধ ছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে পার্টি আয়োজন করা হয়।

এরই মধ্যে  স্পেনের পুলিশ ওই পার্টিতে কারা অংশ নিয়েছিল তাদের খুঁজে বের করা শুরু করেছে। তাদের প্রত্যেককে ১০ হাজার ইউরো জরিমানা করা হবে। পাশাপাশি তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হবে।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, প্রিন্স জোয়াকিম স্পেনের সুন্দরী ভিক্টোরিয়া ওর্টিজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সে কারণে বেশিরভাগ সময় তিনি স্পেনেই অবস্থান করেন।