আন্তর্জাতিক ডেস্কঃ ইদের চতুর্থদিন অর্থাৎ আগামী ২৭ মে থেকেই ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চালু হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম পর্যটন ও বাণিজ্যিক শহর দুবাইয়ে।
সোমবার দুবাইয়ের ক্রাউন প্রিন্স এবং দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনা বিষয়ক সুপ্রিম কমিটির চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক শেষে ঘোষণায় বলা হয়েছে, বুধবার থেকে ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দুবাইয়ের সবধরনের ব্যবসায়িক কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে চলাচলেও আর কোনও নিষেধাজ্ঞা থাকবে না।
সম্প্রতি বেশ কিছু প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলেছেন, করোনাভাইরাস সংকট শিগগিরই কাটছে না। ফলে একে সঙ্গে রেখেই জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
এসব মতামত মাথায় রেখেই দুবাইয়ের সব ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিটি।
তবে এখনও ফেসমাস্ক পরা, অন্তত দুই মিটারের শারীরিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত সাবান-হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ২০ সেকেন্ডের বেশি সময় ধরে হাত ধোয়ার মতো সতর্কতাগুলো অনুসরণ করতে হবে বলেও জানিয়েছে তারা।
একনজরে কী কী চালু হচ্ছে দুবাইয়ে-
– সবধরনের খুচরা ও পাইকারি বিক্রয়কেন্দ্র
– সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে ইচ্ছুক ও ট্রানজিটপ্রত্যাশীদের জন্য দুবাই বিমানবন্দর
– নাক, কান, গলার চিকিৎসাসহ সবধরনের ক্লিনিক
– আড়াই ঘণ্টার কম সময় লাগে এমন অস্ত্রোপচারসহ অন্যান্য চিকিৎসাসেবা
– শিশুদের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র
– স্পোর্টস অ্যাকাডেমি
– সামাজিক দূরত্ব বজায় রেখে সিনেমা হল
– দুবাই আইস রিঙ্ক ও দুবাই ডলফিনারিয়ামের মতো বিনোদনকেন্দ্র
– অনলাইনে নিলাম কার্যক্রম