ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বকেয়া বেতন সহ ঈদ বোনাস দেওয়ার দাবীতে নওগাঁয় শ্রমিকদের মানব বন্ধন (ভিডিও)

 স্টাফ রিপোর্টার নওগাঁ: ঈদের আগে সকল প্রকার শ্রমিকদের বকেয়া সহ বেতন প্রদানের দাবীতে নওগাঁয় মানব বন্ধন করেছে সমাজতন্ত্রিক শ্রমিক ফ্রন্ট ।

সোমবার বেলা সাড়ে ১১ টায় নওগাঁ শহরের হোটেল পট্রি এলাকায় মানব বন্ধনে দাবী করা হয়, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া সকল শ্রমিকদের ঈদের আগে বকেয়া বেতন সহ ঈদ বোনাস দেওয়ার ।

এ ছাড়া সরকারের রেসনীং কার্ডে প্রকৃত অসহায়দের বাদ দিয়ে করা তালিকা বাতিলের দাবী করা হয় । মানব বন্ধনে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বাসদের আহবায়ক জয়নাল আবেদিন মুকুল, শিবলু আহম্মেদ, লেদু রবিদাস, রেখা পারভিন প্রমুখ  ।ঘন্টা ব্যাপী এ মানব বন্ধনে বিভিন্ন প্রতিষ্টানের শ্রমিকরা অংশ নেয় ।

https://www.facebook.com/VisionNews71/videos/175635463775217/

ট্যাগস

বকেয়া বেতন সহ ঈদ বোনাস দেওয়ার দাবীতে নওগাঁয় শ্রমিকদের মানব বন্ধন (ভিডিও)

আপডেট সময় ০১:২১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০

 স্টাফ রিপোর্টার নওগাঁ: ঈদের আগে সকল প্রকার শ্রমিকদের বকেয়া সহ বেতন প্রদানের দাবীতে নওগাঁয় মানব বন্ধন করেছে সমাজতন্ত্রিক শ্রমিক ফ্রন্ট ।

সোমবার বেলা সাড়ে ১১ টায় নওগাঁ শহরের হোটেল পট্রি এলাকায় মানব বন্ধনে দাবী করা হয়, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া সকল শ্রমিকদের ঈদের আগে বকেয়া বেতন সহ ঈদ বোনাস দেওয়ার ।

এ ছাড়া সরকারের রেসনীং কার্ডে প্রকৃত অসহায়দের বাদ দিয়ে করা তালিকা বাতিলের দাবী করা হয় । মানব বন্ধনে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বাসদের আহবায়ক জয়নাল আবেদিন মুকুল, শিবলু আহম্মেদ, লেদু রবিদাস, রেখা পারভিন প্রমুখ  ।ঘন্টা ব্যাপী এ মানব বন্ধনে বিভিন্ন প্রতিষ্টানের শ্রমিকরা অংশ নেয় ।

https://www.facebook.com/VisionNews71/videos/175635463775217/