ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষুদ্র নৃগোষ্ঠী ১০০ পরিবারের মধ্যে আরকোর ৩ লাখ টাকা বিতরণ

পল্লী সহযোগি বিষয়ক সংস্থা (আরকো)

নওগাঁ, প্রতিনিধিঃ  নওগাঁ করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন মানুষকে  সহায়তার অংশ হিসেবে নওগাঁয় হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে খাদ্য সহায়তা বাবদ নগদ টাকা বিতরণ করেছে পল্লী সহযোগি বিষয়ক সংস্থা (আরকো)।

আজ বৃহস্পতিবার নওগাঁ সদর উপজেলার ১০০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে মোট ৩ লাখ টাকা বিতরণ করে উন্নয়ন সংস্থাটি। উপজেলার তিলকপুর, কীর্তিপুর ও বর্ষাইল ইউনিয়নের হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী ১০০টি পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা বাবদ তিন হাজার টাকা করে দেওয়া হয়েছে।

আরকোর কর্মীরা ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন। আজ সকালে তিলকপুর ইউনিয়নের ইকরতাড়া গ্রামে হতদরিদ্র কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরকোর নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী।

প্রতিটি পরিবারের সর্বোচ্চ চারজন সদস্য ধরে, তাঁদের এক মাসের খাদ্য সহায়তা বাবাদ তিন হাজার করে টাকা বিতরণ করছে আরকো।

দাতা সংস্থা স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেএইড-এর আর্থিক সহযোগিতায় নগদ এই অর্থ সহায়তা দেওয়া হয়। সজল কুমার চৌধুরী বলেন, মানুষের যে কোনো বিপদে সব সময় আরকো মানুষের পাশে দাঁড়িয়েছে।

বিদ্যমান করোনাভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট সংকটে শুরু থেকেই আরকো মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। অসহায় মানুষকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে আরকো।

তিনি বলেন, দাতা সংস্থা স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেএইড-এর আর্থিক সহযোগিতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আরকো নওগাঁর শহর সহ বিভিন্ন এলাকায় ১০ হাজার লিফলেট বিতরণ ও স্থানীয় ক্যাবল টিভিতে গম্ভীরা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া নওগাঁ শহরের ১২টি স্থানে হাত ধোয়া পয়েন্ট স্থাপন করা হয়েছে। শহরের রাস্তাঘাটে জীবানুশক ব্লিচিং পাউডার মিশ্রিত পানি স্প্রে করে যাচ্ছে সংস্থাটি।

নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলার ৬২৮টি হতদরিদ্র পরিবারের মধ্যে হাইজিন কিট সরবরাহ করা হয়েছে। এছাড়া খুব শিঘ্রই সরকারি জরুরি সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করা হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ক্ষুদ্র নৃগোষ্ঠী ১০০ পরিবারের মধ্যে আরকোর ৩ লাখ টাকা বিতরণ

আপডেট সময় ০১:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০

নওগাঁ, প্রতিনিধিঃ  নওগাঁ করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন মানুষকে  সহায়তার অংশ হিসেবে নওগাঁয় হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে খাদ্য সহায়তা বাবদ নগদ টাকা বিতরণ করেছে পল্লী সহযোগি বিষয়ক সংস্থা (আরকো)।

আজ বৃহস্পতিবার নওগাঁ সদর উপজেলার ১০০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে মোট ৩ লাখ টাকা বিতরণ করে উন্নয়ন সংস্থাটি। উপজেলার তিলকপুর, কীর্তিপুর ও বর্ষাইল ইউনিয়নের হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী ১০০টি পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা বাবদ তিন হাজার টাকা করে দেওয়া হয়েছে।

আরকোর কর্মীরা ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন। আজ সকালে তিলকপুর ইউনিয়নের ইকরতাড়া গ্রামে হতদরিদ্র কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরকোর নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী।

প্রতিটি পরিবারের সর্বোচ্চ চারজন সদস্য ধরে, তাঁদের এক মাসের খাদ্য সহায়তা বাবাদ তিন হাজার করে টাকা বিতরণ করছে আরকো।

দাতা সংস্থা স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেএইড-এর আর্থিক সহযোগিতায় নগদ এই অর্থ সহায়তা দেওয়া হয়। সজল কুমার চৌধুরী বলেন, মানুষের যে কোনো বিপদে সব সময় আরকো মানুষের পাশে দাঁড়িয়েছে।

বিদ্যমান করোনাভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট সংকটে শুরু থেকেই আরকো মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। অসহায় মানুষকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে আরকো।

তিনি বলেন, দাতা সংস্থা স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেএইড-এর আর্থিক সহযোগিতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আরকো নওগাঁর শহর সহ বিভিন্ন এলাকায় ১০ হাজার লিফলেট বিতরণ ও স্থানীয় ক্যাবল টিভিতে গম্ভীরা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া নওগাঁ শহরের ১২টি স্থানে হাত ধোয়া পয়েন্ট স্থাপন করা হয়েছে। শহরের রাস্তাঘাটে জীবানুশক ব্লিচিং পাউডার মিশ্রিত পানি স্প্রে করে যাচ্ছে সংস্থাটি।

নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলার ৬২৮টি হতদরিদ্র পরিবারের মধ্যে হাইজিন কিট সরবরাহ করা হয়েছে। এছাড়া খুব শিঘ্রই সরকারি জরুরি সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করা হবে।