আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পাঞ্জাবে প্রশিক্ষণ চলার সময় ভেঙে পড়ল দেশটির বিমান বাহিনীর একটি মিগ (যুদ্ধ) বিমান। তবে বিমানটির পাইলট নিরাপদে আছেন। দুর্ঘটনার ঠিক আগে রেসকিউ হেলিকপ্টার নিয়ে ঝাঁপ দিয়েছিলেন তিনি।
ভারতীয় বিমান বাহিনী একটি বিবৃতিতে এই দুর্ঘটনার কথা জানায়।প্রযুক্তিগত কারণেই মিগ-২৯ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানানো হয়েছে।
পাইলট বিমানটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে এতে উল্লেখ করা হয়। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ব্যবহৃত হয় সোভিয়েত আমলের মিগ যুদ্ধ বিমান। বম্বিং মিশনে যাওয়া অন্য জেট প্লেনের এসকর্ট হিসেবেও ব্যবহৃত হয় মিগ বিমান। এর আগেও একাধিকবার মিগ বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। সূত্র: এই সময়