আবহাওয়া ডেস্কঃ সন্ধ্যার পর থেকে রাতের যেকোনো সময় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (৬ মে) আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানান অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান।
তিনি বলেন, সকাল থেকে সারাদেশে হালকা থেকে মাঝারি ধরণের ঝড়-বৃষ্টি বয়ে গেছে। তবে দিনের বাকি সময়ে কোথাও কোথাও রোদের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, সন্ধ্যার পর থেকে রাতের যেকোনো সময় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।