খুলনা প্রতিনিধিঃ খুলনার তেরখাদায় জমি নিয়ে বিরোধের জেরে ইতুদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার বড় ভাই জামিল শেখ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় তেরখাদায় গাজিপুর গ্রামে তাদের বাড়িতে এ ঘটনা ঘটে। ইতুদুল ইসলাম ওই গ্রামের শাহজাহানের ছেলে।
তেরখাদা থানার ওসি মোস্তফা কামাল বলেন, জমি নিয়ে বিরোধে তাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। আজ সন্ধ্যায় ইতুদুল ইসলামকে কুপিয়ে জখম করে তার আপন বড় ভাই জামিল শেখ।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জামিল
শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে।