স্টাফ রিপোর্টারঃ গণস্বাস্থ্যের র্যাপিড কিট নিয়ে বিভ্রান্তি ছড়ানো ও রাজনীতি করার সুযোগ না দিতে সরকারের সুনির্দিষ্ট ব্যাখ্যা ও বক্তব্য দাবি করেছে জাসদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি জানান।
তারা বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা টেস্টের র্যাপিড কিট উদ্ভাবন ও তা ব্যবহার উন্মুক্ত করা নিয়ে সরকার অসহযোগিতা করছে। গণস্বাস্থ্যের এ অভিযোগ নিয়ে মূলধারার গণমাধ্যম ও সামাজিক গণমাধ্যমে নানা বক্তব্য ও সংবাদ প্রকাশিত হয়েছে। সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য এসেছে, নানা ধরনের গল্প গুজব শাখা-প্রশাখা বিস্তার করছে।
তারা বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগিতার যে অভিযোগ উঠেছে বা দেশের আইন না মেনে র্যাপিড কিট নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বক্তব্য দেয়া হয়েছে-তার যে কোনোটি আংশিক সঠিক ও সত্য হলে তা খুবই দুঃজনক।