গাইবান্ধা প্রতিনিধি: চলমান লকডাউন উপেক্ষা করে গত চার মাসের বকেয়া বেতনের দাবিতে থালা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ, অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেছে গাইবান্ধার মহিমাগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের শ্রমিক কর্মচারীরা।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে চিনিকলের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজনে কর্মসূচিতে নেতারা বলেন, গত জানুয়ারি মাস থেকে প্রায় ১ হাজার শ্রমিক কর্মচারী ও কর্মকর্তার বেতন-ভাতা বাবদ প্রায় ৪ কোটি টাকা এবং ৪ হাজার আখ চাষির সরবরাহ করা আখের মূল্য বাবদ ৩ কোটি ৯০ লাখ টাকা পরিশোধ না করায় তারা মানবেতর জীবন-যাপন করছেন।
তাই বর্তমান পরিস্থিতিতে দ্রুত বেতন-ভাতা পরিশোধের দাবি জানাচ্ছি। তা নাহলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।
সংগঠনের সভাপতি আবু সুফিয়ান সুজার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ফারুক হোসেন, শাহাজাহান আলী, জিন্নাত আলী প্রধান প্রমুখ।