পঞ্চগড় প্রতিনিধিঃ নওগাঁ জেলায় কৃষকদের ধান কাটাতে আজও ৫৪ জন ধান কাটা শ্রমিকে পাঠালো পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রশাসন।
নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় ধান কাটাতে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব নিশ্চিত করে শ্রমিক পাঠিয়েছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রশাসন।
আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা চত্বর থেকে দুইটি বাসে করে ৫৪ জন শ্রমিককে পাঠানো হয়েছে। পর্যায়েক্রমে আরো শ্রমিক পাঠানো হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কাজে যেতে পেরে ধানা কাটা শ্রমিকরা খুব খুশি।
দেবীগঞ্জের পামুলী ইউনিয়নের ধানকাটা শ্রমিক মোঃ তাজুল ইসলাম, জানান, আমরা একমাস যাবত কাজ কর্ম না থাকায় আর্থীক সংকটে ভুগছিলাম। দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় নওগাঁ ধান কাটাতে যেতে পেরে খুব খুশি। একই কথা বললেন,সুন্দর দীঘি ইউনিয়নের শরিফুল ইসলাম ও রোস্তম আলী।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান জানান,দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে আমরা আজ তৃতীয় দিনের মতো সর্ব বৃহৎ ধান কাটা শ্রমিক টিমটি আমরা নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাঠাচ্ছি। আমাদের এ কার্যক্রম ধারাবাহিক ভাবে চলতে থাকবে।
এদিকে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল হাসান সরকার জানান,দেবীগঞ্জ থেকে ধান কাটার জন্য নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় শ্রমিক প্রেরণ করা হচ্ছে। আমরা বেশ কয়েকদিন থেকে শ্রমিক প্রেরণ করছি। আমরা এ ব্যাপারে সক্রিয় ভুমিকা পালন করছি। যাতে তাদের রাস্তা ঘাটে কোন সমস্যা না হয়। এবং তারা ভালো ফিরে আসুক আমরা এই কামনা করছি।
এসময় দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিসতি. উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শামিম ইকবাল,দেবীগঞ্জ উপজেলার ১০ উনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।