স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের ৬০টি জেলাতেই করোনাভাইরাস (কভিড-১৯) ধরা পড়েছে। এ অবস্থায় করোনামুক্ত রয়েছে শুধু চারটি জেলা।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলা বর্তমানে করোনামুক্ত রয়েছে।
গত ২৪ ঘণ্টার স্বাস্থ্য বুলেটিনে তিনি জানান, ৩ হাজার ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩০৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৯৮ জন। গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১৪০ জনের মৃত্যু হয়েছে।