ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের আহ্বান ওয়ার্কার্স পার্টির

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ছবি

স্টাফ রিপোর্টারঃ  বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার মিটিং শেষে গৃহীত প্রস্তাবে সারা দেশে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় এই পরিস্থিতিকে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে আখ্যায়িত করে ।

সকল শক্তি ও সম্পদ সংগঠিত করে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।প্রস্তাবে বলা হয়, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশঙ্কা তৈরি হয়েছে।

‘অন্যদের তুলনায় ভালো আছি’ এই আত্মতুষ্টি দেশে বড় ধরনের মহামারি সৃষ্টি করতে পারে। প্রস্তাবে বলা হয় পরীক্ষা যত বাড়ছে সংক্রমণও তত বেশি ধরা পড়ছে। এ থেকে এটা স্পষ্ট যে এখন বাংলাদেশে হাজার হাজার মানুষ সংক্রমণ নিয়েই ঘুরে বেড়াচ্ছে এবং তারা সামাজিক সংক্রমণের ব্যাপক বিস্তার ঘটাচ্ছে।

প্রস্তাবে অনতিবিলম্বে জেলা পর্যায়ে করোনা পরীক্ষা ব্যবস্থা, জেলা-উপজেলা পর্যায়ে ফিল্ড হাসপাতাল তৈরি এবং ডাক্তার-নার্সসহ সংশ্লিষ্ট সবার ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অনলাইন মিটিংয়ের প্রস্তাবে সরকারি বরাদ্দের চুরি, দুর্নীতি, মজুদ ও দলবাজির সাথে যুক্ত চেয়ারম্যান- মেম্বারদের অপসারণ, গ্রেফতার এবং তাদের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধি প্রণয়নেরও দাবি জানানো হয়।

প্রস্তাবে সরকারি বরাদ্দের চুরি-দুর্নীতি-দলীয়করণ রোধে জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ও এনজিওদেরকে যুক্ত করে ‘গণতদারকি কমিটি’ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আরেক প্রস্তাবে হাওর অঞ্চলসহ কৃষকের বোরো ধান ঘরে তুলতে কৃষকদের শ্রম দিয়ে সাহায্য করতে ছাত্র-তরুণসহ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় গৃহীত অপর এক প্রস্তাবে দুই অনলাইন নিউজপোর্টালের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও মহিউদ্দীন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরকে ‘গণমাধ্যমের কণ্ঠরোধ’ হিসেবে আখ্যায়িত করে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এই অনলাইন মিটিং এ অংশ নেন বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, সজিব সরকার, শাহাদাৎ হোসেন খোকন, মাহমুদ হোসেন, সিন্ধা সুলতানা ইভা, খলিলুর রহমান, নির্মল বড়ুয়া মিলন, অরবিন্দু বেপারী বিন্দু ও কেন্দ্রীয় সংগঠক শেখ মো. শিমুল।

সভার শুরুতে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান, করোনায় প্রাণ হারানো সিপিবি’র সংগঠক বিকাশ সাহা, ডা. মঈনুদ্দীনসহ দেশে-বিদেশে করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তিদের জন্য গভীর শোক প্রকাশ করা হয় এবং তাদের পরিবারসমূহের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের আহ্বান ওয়ার্কার্স পার্টির

আপডেট সময় ১২:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০

স্টাফ রিপোর্টারঃ  বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার মিটিং শেষে গৃহীত প্রস্তাবে সারা দেশে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় এই পরিস্থিতিকে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে আখ্যায়িত করে ।

সকল শক্তি ও সম্পদ সংগঠিত করে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।প্রস্তাবে বলা হয়, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশঙ্কা তৈরি হয়েছে।

‘অন্যদের তুলনায় ভালো আছি’ এই আত্মতুষ্টি দেশে বড় ধরনের মহামারি সৃষ্টি করতে পারে। প্রস্তাবে বলা হয় পরীক্ষা যত বাড়ছে সংক্রমণও তত বেশি ধরা পড়ছে। এ থেকে এটা স্পষ্ট যে এখন বাংলাদেশে হাজার হাজার মানুষ সংক্রমণ নিয়েই ঘুরে বেড়াচ্ছে এবং তারা সামাজিক সংক্রমণের ব্যাপক বিস্তার ঘটাচ্ছে।

প্রস্তাবে অনতিবিলম্বে জেলা পর্যায়ে করোনা পরীক্ষা ব্যবস্থা, জেলা-উপজেলা পর্যায়ে ফিল্ড হাসপাতাল তৈরি এবং ডাক্তার-নার্সসহ সংশ্লিষ্ট সবার ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অনলাইন মিটিংয়ের প্রস্তাবে সরকারি বরাদ্দের চুরি, দুর্নীতি, মজুদ ও দলবাজির সাথে যুক্ত চেয়ারম্যান- মেম্বারদের অপসারণ, গ্রেফতার এবং তাদের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধি প্রণয়নেরও দাবি জানানো হয়।

প্রস্তাবে সরকারি বরাদ্দের চুরি-দুর্নীতি-দলীয়করণ রোধে জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ও এনজিওদেরকে যুক্ত করে ‘গণতদারকি কমিটি’ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আরেক প্রস্তাবে হাওর অঞ্চলসহ কৃষকের বোরো ধান ঘরে তুলতে কৃষকদের শ্রম দিয়ে সাহায্য করতে ছাত্র-তরুণসহ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় গৃহীত অপর এক প্রস্তাবে দুই অনলাইন নিউজপোর্টালের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও মহিউদ্দীন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরকে ‘গণমাধ্যমের কণ্ঠরোধ’ হিসেবে আখ্যায়িত করে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এই অনলাইন মিটিং এ অংশ নেন বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, সজিব সরকার, শাহাদাৎ হোসেন খোকন, মাহমুদ হোসেন, সিন্ধা সুলতানা ইভা, খলিলুর রহমান, নির্মল বড়ুয়া মিলন, অরবিন্দু বেপারী বিন্দু ও কেন্দ্রীয় সংগঠক শেখ মো. শিমুল।

সভার শুরুতে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান, করোনায় প্রাণ হারানো সিপিবি’র সংগঠক বিকাশ সাহা, ডা. মঈনুদ্দীনসহ দেশে-বিদেশে করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তিদের জন্য গভীর শোক প্রকাশ করা হয় এবং তাদের পরিবারসমূহের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।