মান্দা, নওগাঁ প্রতিনিধিঃ যতই দিন যাচ্ছে ততই ভয়ানক হচ্ছে করোনা ভাইরাস। করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়েছে কোটি কোটি মানুষ।
এ দূর্যোগ ময় মুহুর্তে নওগাঁর মান্দায় অসহায়,হতদরিদ্র ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে মানব একতা স্বেচ্ছাসেবী নামে এক সংগঠন। জেলার মান্দা থানায় ছাত্রদের নিয়ে এ স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন মোঃ মাহাবুব আলম (সাগর) নামে এক ছাত্র। সংগঠনটি ২০২০ সালের স্বেচ্ছাসেবী মূলক সেবার জন্য কাজ শুরু করে। সংগঠনটির উদ্দেশ্য ছিলো গরীব অসহায় মানুষকে সেচ্ছায় সেবা দান করা।
সোমবার ২০ এপ্রিল মানব একতা স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে নিজ অর্থায়নেজেলার মান্দা থানার মৈনম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে করোনায় অসহায় ও কর্মহীন প্রায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় প্রত্যেক পরিবারকে ২ কেজি আটার প্যাকেট দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় মানব একতা স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা মাহবুব আলম জানান,করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সংগঠন বিভিন্ন কার্যক্রম চালিয়েছে। আমরা বিভিন্ন এলাকায় সচেতনতা মূলক প্রচারণা ও লিফটে বিতরন করেছি। আমরা সবসময় সাধারণ মানুষদের পাশে আছি। আমাদের সংগঠনে সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে আমরা আরো অনেক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিতে পারবো। এ সময় তিনি জাতির এ ক্লান্তিলগ্নে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।