বরিশাল প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মালিকানাধীন ঘর থেকে জেলেদের জন্য বরাদ্দ ১৮৪ বস্তা চাল উদ্ধার করেছে র্যাব-৮।
এ ঘটনায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে বাদি হয়ে র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি জানান, ১৮৪ বস্তা চাল থানায় নিয়ে মাপার কাজ করা হচ্ছে, পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
এর আগে জেলেদের ৪০ কেজির স্থলে ৩০ কেজি করে চাল দিয়ে ১০ কেজি করে আত্মসাতের অভিযোগের ভিত্তিতে বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কেদারপুর ইউনিয়নে অভিযান পরিচালনায় র্যাব-৮ এর সদস্যদের সহযোগিতা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইউপি সদস্য মো. রোকনউজ্জামান ও মো. জাকির হোসেনকে আটক করা হয়। পরবর্তীকালে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হালদার পরিচালিত ভ্র্যাম্যমাণ আদালতে হাজির করা হলে, এক মাস করে বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়।
পরে রাতেই র্যাব সদস্যরা কেদারপুর ইউনিয়নের স্টিমারঘাট এলাকায় নূরে আলমের মালিকানাধীন একটি ঘরে অভিযান পরিচালনা করেন। তারা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৮৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেন।