ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মহামারী করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় সমাজের আসহায় কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দিনমজুর ৯০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রিয়জন যুব সংগঠন ।
১৩ এপ্রিল সোমবার ধামইরহাট উপজেলার আড়ানগর, উমার, আলামপুর ইউনিয়ন সহ পার্শ্ববর্তী উপজেলার পাটিচরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী হিসাবে প্রতিটি পরিবারকে আড়াই কেজি চাল, ১কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ২৫০ গ্রাম তেল, ২৫০ গ্রাম পেয়াজ এবং ১ টি করে সাবান বিতরণ করা হয়।
এ সময় সংগঠন সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী পৌছে দেন।
এই বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি শাফি আরমান শুভ, সাধারণ সম্পাদক সামিউল বাসির রাহি, সদস্য অ্যাডভোকেট মহাসির বাপ্পি, আসিক বাবু, শামিম হোসেন, তৌফিক তুহিন, মিঠুন, আরিফ সহ অন্যান্য সদস্যরা।
সংগঠন টি সভাপতি শাফি আমার শুভ জানান, মহামারী করোনাভাইরাস দুর্যোগময় মূহুর্তে আমরা স্বল্প পরিসরে হলেও মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি, ইতি পুর্বে আমরা মানুষদের পাশে ছিলাম, বর্তমানে রয়েছি এবং আগামীতে ও যে কোন দূর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থাকব।