আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আইসিইউ থেকে ছাড়া পেয়ে ‘অল্প পরিসরে হাঁটতে পারছেন’ বলে জানিয়েছেন তার এক মুখপাত্র।
জনসনের অফিস ১০ ডাউনিং স্ট্রিটের ওই মুখপাত্রের নাম প্রকাশ না করে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ‘বিশ্রামের ফাঁকে ফাঁকে প্রধানমন্ত্রী অল্প অল্প হাঁটছেন। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন। তাকে অবিশ্বাস্য সেবা দেয়ায় পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন।’
৫৫ বছর বয়সী জনসনের দেহে গত মাসে করোনাভাইরাস ধরা পড়ে; এরপর থেকে তিনি ডাউনিং স্ট্রিটের বাসভবনেই আইসোলেশনে ছিলেন। আক্রান্ত হওয়ার ১০ দিন পরও জ্বর, কাশিসহ উপসর্গগুলো অব্যাহত থাকায় গত রবিবার তাকে সেইন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়।
পরের ২৪ ঘণ্টায় তার অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।
জনসন ‘আরও কয়েকদিন’ হাসপাতালে থাকবেন। চিকিৎসকেরা পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। এই নিয়ে তিনি তিন রাত আইসিইউতে কাটালেন।