বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্রমিক সহ দুইজন নিহত হয়েছে। শনিবার সকালে বগুড়ার শেরপুর ও শহরের ভবের বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুরে মোটরসাইকেল চালক দুপচাঁচিয়া উপজেলার চামরুল গ্রামের মজিবর রহমানের ছেলে বাবু (৩০) ও শহরের ভবের বাজারে ট্রাক শ্রমিক সিরাপ (২৫)।
জানা গেছে, শনিবার সকাল ১০টায় বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। এতে নিহত হন বাবু। সে ঢাকায় গার্মেন্টসে কাজ করে। মোটরসাইকেল যোগে এক বন্ধুকে সাথে নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিল বাবু। এতে উভয় মোটরসাইকেলে থাকা ৪ জন আহত হয়।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাবু মারা যায়। আহত অন্যান্যদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘোগা ব্রিজের এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।
অপরদিকে শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে বগুড়া শহরতলী ভবের বাজারে ট্রাক চাপায় ঘটনাস্থলেই শ্রমিক সিরাপ মারা যায়।
আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সহকারী সোহাগ জানান, নিহত শ্রমিক সকালে রাস্তা দিয়ে যাচ্ছিল, এসময় তাকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। শহরের নিশিন্দারা পশ্চিমপাড়া গ্রামের হাছেন আলীর ছেলে নিহত সিরাপ।