ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ প্রাণঘাতি কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবিলায় সরকারী-বেসরকারী- বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ত্রান সামগ্রী বিতরণ করছে কর্মহীন শ্রমিক ও দিন মজুরদের মাঝে।
সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রদল ধামইরহাট উপজেলা-পৌর ও কলেজ শাখার উদ্যোগে ধামইরহাট পৌর সভার ৯টি ওয়ার্ডের দরিদ্র কর্মহীনদের বাড়ী বাড়ী গিয়ে ক্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ এপ্রিল সকাল থেকে উপজেলার ফার্শিপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড থেকে বিতরণ শুরু করেন নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. রুহেল হোসেন সুমন।
এ সময় ৯টি ওয়ার্ডের ১০৫ টি পরিবারে চাল-ডাল-আলু ও সাবান বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিজানুর রহমান,জেলা ছাত্রদলের সদস্য শাহী আলমগীর সোহাগ, ধামইরহাট ছাত্রদল নেতা রতন হোসেন, রুমন প্রমুখ।