স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে ছুটির দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। শনিবার (২৮ মার্চ) সকালে শ্রমিকরা রাস্তায় নেমে আসলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, সকালে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত ভবানীপুর এলাকায় পলমল গ্রুপের সাফা সোয়েটার কারখানার শ্রমিকরা ছুটির দাবিতে বিক্ষোভ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে কর্তৃপক্ষ ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।
এদিকে জাহিন টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার সুইং অপারেটর মাহমুদা বেগম জানান, গত বুধবার (২৫ মার্চ) বিকেলে কারখানায় কাজ চলাকালে কিছু শ্রমিককে উৎপাদন ব্যবস্থাপক (পিএম) ডেকে নিয়ে যান। পরে তিনি একজন একজন করে তার কক্ষে নিয়ে জোর করে একটি কাগজে স্বাক্ষর নেন এবং তাদের কারখানার আইডি রেখে বাইরে বের করে দেন।
একই কথা বলেন সুইং সেকশনের সহকারী (হেলপার) শারমিন আক্তার ও চামেলী। তারা বলেন, কোনো কারণ না জানিয়ে এবং বেতন না দিয়ে কারখানা থেকে তাদের কয়েকজন শ্রমিককে বের করে দেয়া হয়েছে।
কারখানার পিএম মো. রফিকুল ইসলামকে একাধিকবার মোবাইল ফোনে করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে এ ব্যাপারে কারখানার জিএম এখলাছুর রহমান মুকুল জানান, শ্রমিকদের কাছ থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর ও কার্ড নেয়ার অভিযোগ সঠিক নয়। তারা কয়েকজন মূলত ছুটি দাবি করে কারখানায় অসন্তোষ সৃষ্টি করতে চেয়েছিল।