ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে কয়েল থেকে আগুন, তিনজন নিহত

 স্টাফ রিপোর্টারঃ  রাজধানীর মিরপুরের বাউনিয়া এলাকায় মশার কয়েল থেকে ঘরে আগুন লেগে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কল্পনা (৩০) তার দুই সন্তান জান্নাত (১২) ও কাউসার (১০)।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণের পরে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি মশরা কয়েল থেকে ঘরে আগুন লেগেছে। মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা জানান, ভোরে মিরপুরের বাউনিয়া এলাকায় মশার কয়েল থেকে ঘরে আগুন লেগে একই পরিরারের তিনজনের মৃত্যু হয়েছেন।

তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

মিরপুরে কয়েল থেকে আগুন, তিনজন নিহত

আপডেট সময় ১২:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০

 স্টাফ রিপোর্টারঃ  রাজধানীর মিরপুরের বাউনিয়া এলাকায় মশার কয়েল থেকে ঘরে আগুন লেগে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কল্পনা (৩০) তার দুই সন্তান জান্নাত (১২) ও কাউসার (১০)।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণের পরে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি মশরা কয়েল থেকে ঘরে আগুন লেগেছে। মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা জানান, ভোরে মিরপুরের বাউনিয়া এলাকায় মশার কয়েল থেকে ঘরে আগুন লেগে একই পরিরারের তিনজনের মৃত্যু হয়েছেন।

তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।