ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পিটিয়ে হত্যা করলো জুয়াড়িকে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জুয়ার আসরে জাহাঙ্গীর আলম (৫১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা সদরের মুন্সি মার্কেটের পাশে পোড়াগুদামে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর উপজেলার চরচারতলা গ্রামের মৃত ইলু মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চরচারতলা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (ছোট আবু) পোড়াগুদামে জুয়ার আসর চালাতেন।

জাহাঙ্গীর ওই আসরে নিয়মিত জুয়া খেলেন। শুক্রবার বিকেলে জুয়া খেলার সময় কয়েকজন দুর্বৃত্ত জুয়ার আসরে গিয়ে জাহাঙ্গীরকে বেধড়ক পেটান।

পরে স্থানীয় লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্নিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

ব্রাহ্মণবাড়িয়ায় পিটিয়ে হত্যা করলো জুয়াড়িকে

আপডেট সময় ০৬:৩৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জুয়ার আসরে জাহাঙ্গীর আলম (৫১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা সদরের মুন্সি মার্কেটের পাশে পোড়াগুদামে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর উপজেলার চরচারতলা গ্রামের মৃত ইলু মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চরচারতলা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (ছোট আবু) পোড়াগুদামে জুয়ার আসর চালাতেন।

জাহাঙ্গীর ওই আসরে নিয়মিত জুয়া খেলেন। শুক্রবার বিকেলে জুয়া খেলার সময় কয়েকজন দুর্বৃত্ত জুয়ার আসরে গিয়ে জাহাঙ্গীরকে বেধড়ক পেটান।

পরে স্থানীয় লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্নিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।