স্টাফ রিপোর্টার নওগাঁ: তিনদিন ধরে নিখোঁজ নওগাঁর পত্নীতলার গৃহবধূ রেশমা (১৮)। তার কোনো খোঁজ নেই। মা বিউটি বিবি মেয়ের সন্ধানে অস্থির। কোথায় আছে জানেন না। পুলিশও তার খোঁজ পাচ্ছে না। এ নিয়ে নানা শঙ্কায় মা।
নিখোঁজ রেশমা আক্তার নজিপুর পৌরসভার হরিরামপুর গ্রামের আব্দুস ছালামের মেয়ে ও একই গ্রামে মনিরুজ্জানের স্ত্রী। এ ঘটনায় নিখোঁজের মা পত্নীতলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়, রেশমা আক্তার ২২ মার্চ বিকাল ৪টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা-কালো জামা ও সবুজ জিন্সের ফুল প্যান্ট, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, স্বাস্থ্য হালকা-পাতলা, উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি। এ বিষয়ে পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, পুলিশ রেশমার সন্ধান চালাচ্ছে।