সাতক্ষীরা প্রতিনিধিঃ এক জনের এক হাজার টাক জরিমানা বাজার মনিটরিং অব্যাহত সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক অভিযান অব্যাহত রয়েছে।
গতকাল এডিএম, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং সহকারী কমিশনারদের নেতৃত্ব বাজার মনিটরিং, করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ হয়, হোম কোয়ারেন্টাইন অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায়ের পাশাপাশি হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়।
এ সময় ঔষধ, মুদি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতীত অন্যান্য দোকান বন্ধ রাখার জন্য জনগনকে আহবান করা হয়েছে। শ্যামনগরে একজন প্রবাসীকে কোয়ারেন্টাইন আইন অমান্য করায় এক হাজার টাকা জরিমানা করা হয়।
সদরের ব্রক্ষারাজপুর বাজারে অতিরিক্ত দামে চাল বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত ১৯০০ জন প্রবাসীকে কােয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে।
যদিও জেলা প্রশাসক বলেছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি বাড়ি যেয়ে প্রবাসীদের কোয়ারেন্টাইনের আওতায় আনার অভিযান অব্যাহত রেখেছে। আবু সাইদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, সাতক্ষীরা।
করেনা ভাইরাসের সুযোগে কিছু ব্যবসায়ী যাতে মূল্য বাড়াতে না পারে, সেজন্য বাজার মনিটরিং করে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্র করা হচ্ছে। মমতাজ আহমেদ বাপী সাতক্ষীরা। ২৬.০৩.২০