স্টাফ রিপোর্টার, যশোর : করোনা ভাইরাসের কারণে আগামী ২৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্যে হ্যাচারিতে মাছের রেণু ও পোনা উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতি। আজ দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন সংগঠনের সভাপতি।
যশোর জেলা থেকে দেশের মোট চাহিদার ৬০ শতাংশ রেনু ও পোনা মাছ উৎপাদন ও সরবারহ করা হয়। সমিতির সভাপতি ফিরোজ খান বলেন, আশির দশকে যশোরে মাছের রেনু উৎপাদনের বিস্তার ঘটে।
বিশেষ করে যশোর শহরের চাঁচড়া এলাকাসহ আশপাশের এলাকায় গড়ে ওঠে ৮৭টি হ্যাচারি। এসব হ্যাচারিতে উৎপাদিত হয় রুই, কাতলা, মৃগেল, গ্রাস কার্প, সিলভার কার্প, পাঙ্গাস, ব্লাককার্প, কালবাউস, সরপুটি, শিং, কৈসহ বিভিন্ন মাছের রেনু পোনা।
যা দেশের মোট চাহিদার ৬০ শতাংশ পূরণ করে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার বেশকিছু উদ্যোগ নিয়েছে।
এ অবস্থায় রেনুপোনা খাতকে রক্ষায় হ্যাচারি মালিকদের ঐক্যমতের ভিত্তিতে আগামী ২৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্যে হ্যাচারিতে মাছের রেণু ও পোনা উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এজন্য মাছ ক্রেতাদের সংকটকালিন সময়ে রেনু ও পোনা নেয়ার জন্য যশোরে না আসার আহবান জানিয়েছেন তিনি। সট-১ ফিরোজ খান, সভাপতি, যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতি