ভোলা প্রতিনিধি: ভোলায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে জহিরুল (২৫) নামে এক যুবকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। তার বাড়ি দৌলতখান উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি জানান, জ্বর, সর্দি ও গলাব্যথা নিয়ে ওই যুবক চিকিৎসা নিতে আসেন। তাকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তার করোনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নমুনা পরীক্ষা করার পরে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে জেলায় ৩২২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় বেড়েছে আরও ৫০ জন। ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় ৬০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।