ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধিঃ সারা বিশ্ব তথা বাংলাদেশেও তখন করোনা ভাইরাসের আতংকে ১৬ কোটি মানুষ, ঠিক তখন জনসচেতনাবৃদ্ধিতে ও করোনা ভাইরাস প্রতিরোধে যুযোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দেখাবো আলোর পথ’।
নওগাঁর ধামইরহাটে সংগঠনের সভাপতি ও ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান নওগাঁ ও জয়পুরহাট জেলা থেকে আগত সকল গণ পরিবহনে বিশেষ করে যাত্রীবাহী বাসে জীবানুনাষক স্প্রে করে সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছেন।
২৩ মার্চ সকাল ৯ টায় ধামইরহাট বাজারে ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল এ কার্যক্রমের উদ্বোধন করেন এবং সাধারণ মানুষকে সচেতন করতে বিতরণ করেন করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক লিফলেট।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসা মো. আরাফাত ইমাম, দেখাবো আলোর পথের সদস্য রাজু, যুবলীগ সহ-সভাপতি আব্দুল হাই দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।