শিক্ষা ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সব ছুটি বাতিল ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (২২ মার্চ) এ নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
এর সঙ্গে প্রাথমিকের জেলা ও উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে তাদের কর্মস্থলে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জরুরি প্রয়োজনে কর্মস্থল ত্যাগ করতে হলে প্রাথমিকের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জেলা প্রশাসক বা ইউএনওর অনুমতি নিতে হবে বলেও জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ারা ইশরাত স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সকল ছুটি বাতিল।
তাদের জেলা-উপজেলা পর্যায়ে অবস্থান করতে হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে জরুরি প্রয়োজনে কর্মস্থল ত্যাগ করতে হবে।