ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর Logo ৯ দফা দাবিতে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান Logo ’’বঙ্গবন্ধু রেল সেতুর’ নাম পরিবর্তন’’ নতুন নাম যমুনা রেলসেতু Logo নওগাঁ এডুকেশন ফাউন্ডেশন এর ৫ম তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন Logo অ্যাটলির সিনেমায় সালমান খান Logo রূপালী ব্যাংকের শাখায় ডাকাত, জিম্মি কর্মকর্তারা Logo ফিফা আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ Logo প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক Logo যথাসময়ে ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গম সাজেকে হামে আরও ১ শিশুর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধিঃ  রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে হাম রোগে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

তিনি জানিয়েছেন, সোমবার সকালে সাজেকে আরও এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রæয়ারি থেকে ১৭ মার্চ থেকে সাজেকের অরুণপাড়ায় হাম রোগে ৫ শিশুর মৃত্যু হয়।

সোমবার (২৩ মার্চ) আরও এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিতের পর এ পর্যন্ত মৃতের সংখ্যা ৬ জনে দাঁড়ালো। এখনো সাজেকের তিনটি গ্রাম অরুণপাড়া, নিউথাং পাড়া এবং হাইচপাড়ায় আরও শতাধিক শিশু হামে আক্রান্ত রয়েছে। ইতিমধ্যে দুইটি মেডিকেল টিম সেখানে কাজ করার মধ্যেই আরও এক শিশুর মৃত্যু হলো।

আজ সোমবার আরও একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে তিনগ্রামের আক্রান্তদের চিকিৎসার জন্য। এ পর্যন্ত ৫ শিশুর মৃতুর ঘটনায় আশপাশের গ্রামের মানুষেরা ছোট সন্তানদের নিয়ে বেশ আতঙ্কিত ও উৎকণ্ঠায় রয়েছেন।

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আহমদ জানিয়েছেন, সাজেকের সীমান্তবর্তী দুর্গম গ্রামে হাম রোগে ৫ শিশু গুরুতর আক্রান্ত ছিল, তার মধ্যে দুই শিশুকে স্থানীয়রা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

তবে সাজেকে আরও তিন শিশুকে চিকিৎসা দিচ্ছিলো আমাদের মেডিকেল টিম। তাদের মধ্যে সোমবার সকালে এক শিশু মারা যাওয়ার খবর পেয়েছি। এই নিয়ে সাজেকে ৬ শিশুর মৃত্যু হলো।

তিনি আরও জানান, দু’জন মেডিকেল অফিসার, দু’জন সিনিয়র স্টাফ নার্সসহ আরেকটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা আজ দুপুরে রওয়ানা দিবে।

অন্যদিকে রাঙামাটি জেলা প্রশাসকের সাথে যোগাযোগ হচ্ছে হেলির ব্যবস্থা করা হলে আরও মেডিকেল টিম পাঠানো হবে। এদিকে সোমবার বাঘাইছড়ি উপজেলায় হাম রোগে করণীয় শীর্ষক এক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে জানা গেছে।

প্রসঙ্গত, আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙামাটির বাঘাইছড়ি। এই উপজেলার সবচেয়ে বড় ও দুর্গম ইউনিয়ন সাজেক। এই ইউনিয়নে সাজেক পর্যটনকেন্দ্র ছাড়া বাকি এলাকাগুলো অত্যন্ত দুর্গম। সেখানকার শিয়ালদহ এলাকাটিকে সবচেয়ে বেশি দুর্গম বলে বিবেচনা করা হয় ।

প্রায়শই সেখানে দুর্গমতার কারণে খাদ্যাভাব ও স্বাস্থ্য ঝুঁকির ঘটনা ঘটে। ২০১৫ সালের মে মাসে পানিবাহিত রোগে আক্রান্ত হয় ওই এলাকায় ৭ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত আরও ৩০ জন জরুরি চিকিৎসায় সুস্থ হয়ে উঠেন। ৬০৭ বর্গকিলোমিটার আয়তনের সাজেক ইউনিয়নে লোকসংখ্যা প্রায় ৫২ হাজার। কিন্তু যোগাযোগ দুর্গমতা ও সীমান্তবর্তী অনতিক্রম্য এলাকা হওয়ায় সরকারি জরুরি চিকিৎসা সেবা সেখানে নিয়মিত পৌঁছায় না।

ট্যাগস
সর্বাধিক পঠিত

সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

দুর্গম সাজেকে হামে আরও ১ শিশুর মৃত্যু

আপডেট সময় ০১:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০

রাঙামাটি প্রতিনিধিঃ  রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে হাম রোগে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

তিনি জানিয়েছেন, সোমবার সকালে সাজেকে আরও এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রæয়ারি থেকে ১৭ মার্চ থেকে সাজেকের অরুণপাড়ায় হাম রোগে ৫ শিশুর মৃত্যু হয়।

সোমবার (২৩ মার্চ) আরও এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিতের পর এ পর্যন্ত মৃতের সংখ্যা ৬ জনে দাঁড়ালো। এখনো সাজেকের তিনটি গ্রাম অরুণপাড়া, নিউথাং পাড়া এবং হাইচপাড়ায় আরও শতাধিক শিশু হামে আক্রান্ত রয়েছে। ইতিমধ্যে দুইটি মেডিকেল টিম সেখানে কাজ করার মধ্যেই আরও এক শিশুর মৃত্যু হলো।

আজ সোমবার আরও একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে তিনগ্রামের আক্রান্তদের চিকিৎসার জন্য। এ পর্যন্ত ৫ শিশুর মৃতুর ঘটনায় আশপাশের গ্রামের মানুষেরা ছোট সন্তানদের নিয়ে বেশ আতঙ্কিত ও উৎকণ্ঠায় রয়েছেন।

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আহমদ জানিয়েছেন, সাজেকের সীমান্তবর্তী দুর্গম গ্রামে হাম রোগে ৫ শিশু গুরুতর আক্রান্ত ছিল, তার মধ্যে দুই শিশুকে স্থানীয়রা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

তবে সাজেকে আরও তিন শিশুকে চিকিৎসা দিচ্ছিলো আমাদের মেডিকেল টিম। তাদের মধ্যে সোমবার সকালে এক শিশু মারা যাওয়ার খবর পেয়েছি। এই নিয়ে সাজেকে ৬ শিশুর মৃত্যু হলো।

তিনি আরও জানান, দু’জন মেডিকেল অফিসার, দু’জন সিনিয়র স্টাফ নার্সসহ আরেকটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা আজ দুপুরে রওয়ানা দিবে।

অন্যদিকে রাঙামাটি জেলা প্রশাসকের সাথে যোগাযোগ হচ্ছে হেলির ব্যবস্থা করা হলে আরও মেডিকেল টিম পাঠানো হবে। এদিকে সোমবার বাঘাইছড়ি উপজেলায় হাম রোগে করণীয় শীর্ষক এক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে জানা গেছে।

প্রসঙ্গত, আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙামাটির বাঘাইছড়ি। এই উপজেলার সবচেয়ে বড় ও দুর্গম ইউনিয়ন সাজেক। এই ইউনিয়নে সাজেক পর্যটনকেন্দ্র ছাড়া বাকি এলাকাগুলো অত্যন্ত দুর্গম। সেখানকার শিয়ালদহ এলাকাটিকে সবচেয়ে বেশি দুর্গম বলে বিবেচনা করা হয় ।

প্রায়শই সেখানে দুর্গমতার কারণে খাদ্যাভাব ও স্বাস্থ্য ঝুঁকির ঘটনা ঘটে। ২০১৫ সালের মে মাসে পানিবাহিত রোগে আক্রান্ত হয় ওই এলাকায় ৭ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত আরও ৩০ জন জরুরি চিকিৎসায় সুস্থ হয়ে উঠেন। ৬০৭ বর্গকিলোমিটার আয়তনের সাজেক ইউনিয়নে লোকসংখ্যা প্রায় ৫২ হাজার। কিন্তু যোগাযোগ দুর্গমতা ও সীমান্তবর্তী অনতিক্রম্য এলাকা হওয়ায় সরকারি জরুরি চিকিৎসা সেবা সেখানে নিয়মিত পৌঁছায় না।