ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে পাথর চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধিঃ  বান্দরবানের রোয়াংছড়িতে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. জোবায়ের (৩৭)। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শ্রমিক।

নিহতের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়। শনিবার (২১ মার্চ) বিকালে রোয়াংছড়ি উপজেলার তুলাঝিরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোয়াংছড়ি উপজেলার ব্যাঙছড়ি সড়কের নির্মাণ কাজের জন্য তুলাঝিরি থেকে ট্রাকযোগে নিয়ে আসা হয়।

সেই পাথর মজুদ করতে নিয়ে যাওয়ার সময় চাপা পড়ে দুই শ্রমিক আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে মো. জোবায়েরকে ডাক্তার মৃত ঘোষণা করে। এ সময় পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা তার লাশ ফেলে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ওসি তৌহিদ বলেন, শ্রমিক নিহত হওয়ার ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

বান্দরবানে পাথর চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৫:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০

বান্দরবান প্রতিনিধিঃ  বান্দরবানের রোয়াংছড়িতে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. জোবায়ের (৩৭)। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শ্রমিক।

নিহতের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়। শনিবার (২১ মার্চ) বিকালে রোয়াংছড়ি উপজেলার তুলাঝিরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোয়াংছড়ি উপজেলার ব্যাঙছড়ি সড়কের নির্মাণ কাজের জন্য তুলাঝিরি থেকে ট্রাকযোগে নিয়ে আসা হয়।

সেই পাথর মজুদ করতে নিয়ে যাওয়ার সময় চাপা পড়ে দুই শ্রমিক আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে মো. জোবায়েরকে ডাক্তার মৃত ঘোষণা করে। এ সময় পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা তার লাশ ফেলে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ওসি তৌহিদ বলেন, শ্রমিক নিহত হওয়ার ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।