যশোরের বাঘারপাড়া উপজেলার মাহামুদআলীপুর গ্রামের একটি মাঠের মধ্যে থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। শনিবার (২০ মার্চ) সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধারের পর যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, শনিবার সকালে উপজেলার মাহামুদআলীপুর গ্রামের মাঠের মধ্যে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ পড়ে ছিল। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানান।
এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ওই নারীর পরনে নীল রঙয়ের পায়জামার ওপরে কালো রংয়ের বোরখা রয়েছে। এছাড়া গোলাপি রংয়ের একটি ছাপানো ওড়না দিয়ে মাথা বাঁধা ছিল।
তার গলা ও মুখে রক্তের দাগ রয়েছে। কিছু দূরে একটি ব্যাগের মধ্যে হানিফ পরিবহনের বাসের টিকিট ও পানির বোতল পাওয়া গেছে। বাসের টিকিটে রেহেনা নাম লেখা। টিকেটটি ঢাকার আব্দুল্লাহপুর থেকে যশোর আসার জন্য কাটা হয়েছিল।