বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তের ধান্যখোলা মাঠ থেকে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলারসহ জসিম উদ্দিন (৩০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (২১ শে মার্চ) ভোর ৫টার দিকে তাকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্টথানাধীন বাহাদুরপুর গ্রামের আবু বক্করের ছেলে।
বিজিবি জানান, ধান্যখোলা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইউএস ডলার ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে ধন্যখোলা সীমান্তে অভিযান চালিয়ে ইউএস ডলারসহ জসিম উদ্দিনকে আটক করা হয়।
যার বাংলাদেশি মূল্য ১ কোটি ১ লাখ ৬ হাজার ৪শ টাকা।৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আটক আসামির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।