মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিরল প্রজাতির ২টি গন্ধগকুল উদ্ধার করেছে মৌলভীবাজার বন্যপ্রাণী ক্রাইম ইউনিট। শুক্রবার রাত ৯টায় উপজেলা চৈতন্যগঞ্জ গ্রামের নিরদ রঞ্জন দাসের ছেলে নিহার রঞ্জন দাসের বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।
জানা যায়, শুক্রবার বিকালে চৈতন্যগঞ্জ গ্রামের নিহার রঞ্জন দাসের বাড়িতে একটি গাছে বিরল প্রজাতির ২টি গন্ধগকুল দেখতে পান বাড়ির লোকজন। পরে ২টি গন্ধগকুলকে আটক করে মৌলভীবাজার বন্যপ্রাণী ক্রাইম ইউনিটকে খবর দেন।
খবর পেয়ে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেনের নেতৃত্বে বন্যপ্রাণী ক্রাইম ইউনিটের একটি দল বিরল প্রজাতির ২টি গন্ধগকূল উদ্ধার করেন।
মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতে আমরা বিরল প্রজাতির ২টি গন্ধগকুল উদ্ধার করা হয়। প্রাণী দুটি সম্পূর্ণ সুস্থ আছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।