বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘খুব শিগগিরই’ দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দেশে পা রাখার মুহূর্তে যেন ‘সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে’, তা নিশ্চিত করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব এ কথা বলেন।
গত রবিবার থেকে চলা এ কর্মশালায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা অংশ নিয়েছেন। ফখরুল উপস্থিত নেতাকর্মীদের বলেন, ‘আমি আপনাদেরকে জানাতে চাই, আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন।’
তিনি আরও বলেন, আমাদের নেতা যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। পারবেন তো? ইনশাআল্লাহ, আমরা সেইদিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।’
এই নির্বাচনে জয় লাভ করার প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয় লাভ করতে হবে। যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ পাই।’
অনেক বাধা-বিপত্তি, বিরুদ্ধ প্রচারণাকে কাটিয়ে উঠে নেতাকর্মীদের মাথা উঁচু করে দাঁড়ানোর অনুরোধ জানান ফখরুল। তিনি বলেন, ‘বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না।’
একাত্তর সালকে নিজেদের অস্তিত্ব বলে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল—এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন।’
এসময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান মির্জা ফখরুল।
‘দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনুষ্ঠানে সভাপতিত্ব এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সঞ্চালনা করেন।

স্টাফ রিপোটার : 




















