গাজা উপত্যকায় ইসরাইলের সম্ভাব্য দখল অভিযান নিয়ে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, গাজা দখলের চেষ্টা ইসরাইলের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হবে। ফিলিস্তিনি যোদ্ধারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং আগ্রাসনের চেষ্টা করলে ইসরাইলের জন্য তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে হামাসের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় আবু উবাইদা এই সতর্কবার্তা দেন। তিনি জানান, ইসরাইলি সেনারা যদি গাজা দখলের চেষ্টা চালায়, তাহলে নতুন করে প্রাণহানি, সামরিক হতাহত এবং বন্দি হওয়ার ঘটনা ঘটবে। এই হুঁশিয়ারি এসেছে এমন সময়, যখন গাজা উপত্যকায় ইসরাইলি অভিযান ক্রমেই তীব্র হয়ে উঠছে।
হামাস মুখপাত্র আবু উবাইদা এক ঘোষণায় বলেন, “শত্রুর অপরাধমূলক গাজা দখল পরিকল্পনা তাদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হবে।” তিনি জোর দিয়ে জানান, ফিলিস্তিনি যোদ্ধারা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং তারা অতুলনীয় বীরত্ব প্রদর্শন করছে। তার ভাষায়, ইসরাইল যদি গাজা দখলের চেষ্টা চালায়, তাহলে সেনাদের প্রাণহানি বাড়বে এবং নতুন বন্দি নেওয়া হবে।
তিনি ইসরাইলি নেতৃত্ব, বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, “যুদ্ধাপরাধী নেতানিয়াহু ও তার নাৎসি মন্ত্রীরা জীবিত বন্দিদের সংখ্যা জোর করে কমিয়ে আনার চেষ্টা করছে এবং নিহত বন্দিদের লাশ গায়েব করার পরিকল্পনা করছে।” তিনি আরও যোগ করেন, হামাস বন্দিদের নিরাপদ রাখার চেষ্টা করবে এবং তারা ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রেই অবস্থান করবে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিহত দখলদার সেনাদের প্রতিটি নাম, ছবি এবং মৃত্যুর কারণ প্রকাশ করা হবে।